Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Fraud

‘নিষিদ্ধ’ ঝাড়খণ্ড লটারির টিকিটবোঝাই অটো আটক আসানসোলে, গ্রেফতার দুই

নিষিদ্ধ ঝাড়খণ্ড লটারির টিকিটবোঝাই অটো আসানসোলে ঢোকার মুখে ধরা পড়ল পুলিশের নাকা চেকিংয়ে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে।

—নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
রানিগঞ্জ ও আসানসোল শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ২৩:০৯
Share: Save:

নিষিদ্ধ ঝাড়খণ্ড লটারির টিকিটবোঝাই অটো আসানসোলে ঢোকার মুখে ধরা পড়ল পুলিশের নাকা চেকিংয়ে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম চন্দন সাউ ও রাজন রজক। তাঁদের আসানসোল আদালতে সোমবার পেশ করা হবে। ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, ‘‘গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ ও আসানসোল উত্তর থানার পুলিশ ধাওয়া করে কালিপাহাড়ি মোড়ে আটক করে একটি মালবাহী অটো। এখানেই ঝাড়খণ্ড লটারিবোঝাই গাড়িটি ধরা পড়ে যায়। গাড়িটি ও গাড়িতে থাকা দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাল লটারির কারবারিরা অনেক দিন ধরেই সক্রিয় আসানসোলে। ‘ডিয়ার লটারি’র আড়ালেই রমরমিয়ে চলছে সেই কারবার। ডিয়ার লটারির সঙ্গে একই টেবিলে ছড়িয়ে রেখে ঝাড়খণ্ড লটারির টিকিট বিক্রি করা হয়। এই কারবার বন্ধ করে নানা জায়গায় অভিযান চালানো হয়েছে। গ্রেফতারও হয়েছে বেশ কয়েক জন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE