Advertisement
E-Paper

কেষ্ট-মামলায় আসানসোল বিশেষ সংশোধনাগারের সুপার কৃপাময়কে তলব ইডির! যাচ্ছেন বুধবার

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলবে দিল্লি যাচ্ছেন আসানসোল বিশেষ সংশোধনাগারের সুপার কৃপাময় নন্দী। সূত্রের খবর, ১০ বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে তাঁকে।

Kripamoy Nandi

আসোনসোল বিশেষ সংশোধনাগারের সুপার কৃপাময় নন্দীর সম্পত্তি সংক্রান্ত তথ্য জানতে চায় ইডি। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ ২১:৩৫
Share
Save

গরু পাচার মামলায় গত কয়েক মাস আসানসোল বিশেষ সংশোধনাগারে বন্দি ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এ বার ওই সংশোধনাগারের সুপার কৃপাময় নন্দীকে দিল্লির সদর দফতরে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে দিল্লির ইডি দফতরে কৃপাময় হাজির হচ্ছেন বলে খবর। সূত্রের খবর, ইতিমধ্যে দিল্লির উদ্দেশে যাত্রা করেছেন আসানসোল বিশেষ সংশোধনাগারের সুপার।

অনুব্রত-মামলায় এর আগে বীরভূমের সিউড়ি থানার আইসি মহম্মদ শেখকে পর পর দু’দিন ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। আইসি-র বিরুদ্ধে গরু পাচার কাণ্ডে ‘লিঙ্কম্যান’ হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। অন্য দিকে, আসানসোল বিশেষ সংশোধনাগারের সুপার কৃপাময়ের বিরুদ্ধে অভিযোগ ভিন্ন। জেলে থাকাকালীন অনুব্রতকে বিভিন্ন ‘সুবিধা’ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে। এমনকি, বীরভূমের সিউড়ির তৃণমূল নেতা কাজল শেখ নিজেই দাবি করেন, অনুব্রত হয়তো জেল থেকেই তাঁদের নেতাদের নানা পরামর্শ দিচ্ছেন। কিছু দিন আগে বীরভূম তৃণমূল কোর কমিটির সদস্য কাজল বলেন, ‘‘বিকাশদার (তৃণমূল নেতা) সঙ্গে কেষ্টদার ফোনে কথা হচ্ছে। সেই কারণেই উনি বলছেন কেষ্টদার কথামতো চলতে। হয়তো বিকাশদার সঙ্গে কেষ্টদার জেল থেকে ফোনে কথাবার্তা হচ্ছে।’’ খোদ তৃণমূল নেতার এই দাবিতে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়। এই প্রেক্ষিতে কৃপাময়কে তলব বেশ তাৎপর্যপূর্ণ। ইডি সূত্রে খবর, আসানসোলের বিশেষ সংশোধনাগারের সুপারকে ১০ বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া তাঁর পরিবারের সম্পত্তি সংক্রান্ত তথ্যও জানতে চাওয়া হচ্ছে।

উল্লেখ্য, শুধু অনুব্রতই নয়, গরু পাচার কাণ্ডে সিবিআই যাঁদের গ্রেফতার করে, বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমার, এনামুল হক, অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেনকে এই আসানসোল বিশেষ সংশোধনাগারে রাখা হয়েছিল। তাই আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য তো বটেই, গরু পাচার মামলায় ধৃতদের সম্পর্কেও নানা প্রশ্ন করা হতে পারে কৃপাময়কে।

Cow Smuggle Case Anubrata Mondal ED

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}