Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
WB assembly election 2021

চূড়ান্ত ভোটার তালিকা, নজরে বৃদ্ধ-প্রতিবন্ধীরা

গত বারের চেয়ে পূর্ব বর্ধমানে এ বার নতুন ভোটার কম। ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে গত বারের থেকেও বেশি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ০৫:০১
Share: Save:

গত বারের চেয়ে পূর্ব বর্ধমানে এ বার নতুন ভোটার কম। ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে গত বারের থেকেও বেশি। শুক্রবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এই তালিকা ধরেই বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্র নির্বাচন কমিশন বার্তা দিয়েছে। এ ছাড়াও ৮০ পার ভোটার ও প্রতিবন্ধী ভোটারদের তালিকাও তৈরি করে রাখতে বলেছে নির্বাচন কমিশন। প্রশাসনের কর্তাদের একাংশের ধারণা, বিহারের মত ওই সব প্রবীণ ও প্রতিবন্ধী ভোটারদের বাড়ি ‘পোস্টাল ব্যালট’ পাঠাতে পারে নির্বাচন কমিশন।

জেলাশাসক (পূর্ব বর্ধমান) মহম্মদ এনাউর রহমান বলেন, “চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। গত বারের থেকে ১.৭৭ শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে। মৃতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উপরে জোর দেওয়া হয়েছিল।’’ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বারের ভোটার তালিকা থেকে ৩৭ হাজারের বেশি নাম বাদ পড়েছে। কর্তারা জানান, ৮০ বছরের বেশি বয়সের ভোটারদের বাড়ি সরেজমিন পরিদর্শন করেন জেলাশাসক, বিডিওরা। সেই কারণেই গতবারের তালিকার ৬৫ হাজার নাম এ বার ৫১ হাজারে নেমে এসেছে। প্রতিবন্ধী ভোটার চূড়ান্ত তালিকায় বেড়ে দাঁড়িয়েছে ১৯,৩০০ জন। খসড়া তালিকায় প্রতিবন্ধী ভোটার ছিলেন ১৫,৮৩২ জন। তৃতীয় লিঙ্গেরও পাঁচ জন ভোটার বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে।

পূর্ব বর্ধমানে গত বছর ১৫ জানুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় নাম ছিল ৩৮ লক্ষ ৮০ হাজার ৯০১ জন। মার্চে ফের ভোটার তালিকা প্রকাশ হয়। তখন ৮৪ হাজার ৫১৬ জনের নাম নতুন তালিকায় উঠে আসে। ভোটার দাঁড়ায় ৩৯ লক্ষ ৬৫ হাজার ৪১৭ জন। শুক্রবারের ভোটার তালিকায় নতুন ভোটার বেড়েছে আরও ৭০ হাজার সাত জন। অর্থাৎ সামনের বিধানসভা ভোটে পূর্ব বর্ধমানের মোট ভোটার ৪০ লক্ষ ৩৫ হাজার ৪১৮ জন। তার মধ্যে পুরুষ ২০ লক্ষ ৪৭ হাজার ৯২৪ জন। মহিলা ভোটার ১৯ লক্ষ ৮৭ হাজার ৪০৯ জন। খসড়া ভোটার তালিকা অনুযায়ী, জেলায় নতুন পুরুষ ভোটার ৩১,৯২৪ জন আর মহিলা ভোটার ৩৭,৯৯৮ জন। প্রশাসনের দাবি, গত দু’বছর ধরে দেখা যাচ্ছে, পুরুষদের চেয়ে ভোটার তালিকায় মহিলাদের নাম বেশি উঠছে। এ বছরও তার ব্যতিক্রম নয়।

প্রশাসন সূত্রে জানা যায়, এই জেলায় ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জমা পড়েছিল ১,১৪,৬৯৮টি। নাম তোলা, নাম বাদ দেওয়া, সংশোধন, স্থানান্তর সব মিলিয়ে ২,৩৮,০০০ আবেদন জমা পড়ে। সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে বর্ধমান উত্তর বিধানসভা (১৯,২৬০) থেকেয় চূড়ান্ত তালিকাতেও সবচেয়ে বেশি নতুন নাম উঠেছে ওই কেন্দ্রে। আর সবচেয়ে কম নাম উঠেছে জামালপুর বিধানসভায়। ভোটার তালিকায় দায়িত্বে থাকা তৃণমূলের জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত বলেন, “ভোটার তালিকা হাতে পাওয়ার পরে খতিয়ে দেখে মন্তব্য করব।’’ বিজেপির সাংগঠনিক জেলা (বর্ধমান সদর)-র সাধারণ সম্পাদক সুনীল গুপ্ত বলেন, “নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবি ছিল। ভোটার তালিকা হাতে পাওয়ার পরে কতটা নির্ভুল হয়েছে, সেটা বোঝা যাবে।’’

অন্য বিষয়গুলি:

WB assembly election 2021 Voters
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy