ফড়ে আর চালকল মালিকদের যোগসাজশে ধানের দাম না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কৃষকেরা— সোমবার জেলাশাসকের দফতরে এমন অভিযোগ তুলেই বিক্ষোভ দেখাল বিজেপি।
দলের জেলা সভাপতি (গ্রামীণ) দেবীপ্রসাদ মল্লিকের দাবি, কেন্দ্র সরকার ১৪৬০ টাকা কুইন্ট্যাল প্রতি ধানের দাম নির্ধারণ করেছে। কিন্তু ফড়ে ও মিল মালিকদের যোগসাজশে চাষিরা ওই দামে দান বিক্রি করতে পারছেন না। ৬০০ থেকে ৭৫০ টাকায় ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা। চাষিরা এ নিয়ে বিক্ষোভও দেখালেও লাভ হচ্ছে না বলে তাঁর দাবি। কয়েক দিন আগে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও বর্ধমানে একটি বৈঠকে এসে বলেছিলেন, প্রয়োজনে এফআইআর করে ফড়েদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। চালকল মালিকদের সঙ্গে ফড়েদের আঁতাত প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। দেবীপ্রসাদবাবুর অবশ্য দাবি, মন্ত্রীর কথামতো কোনও কাজই হয়নি। স্মারকলিপি জমা নেওয়া পরে অতিরিক্ত জেলাশাসক উৎপল বিশ্বাস বলেন, ‘‘মন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। তবে বর্ধমানে ধান কেনা চলছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy