Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Arrest

আসানসোলে নগদ ১৬ লক্ষ টাকা, সাড়ে চার কেজি রুপোর বাট ও গয়না-সহ আরপিএফের হাতে আটক দুই

অভিযুক্তদের ৪ নম্বর প্লাটফর্মে দেখে সন্দেহ করেন। জিজ্ঞাসাবাদে তাঁদের কথায় অসামঞ্জস্য ধরা পড়ে। তার পর তাঁদের ব্যাগ খুলিয়ে তল্লাশি করা হয়।

An image of the accused persons

১৬ লক্ষ টাকা ও প্রায় সাড়ে চার কেজি রুপোর বাট ও গহনা সহ দু’জনকে আটক করল আসানসোল আরপিএফ। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ০২:০৪
Share: Save:

নগদ ১৬ লক্ষ টাকা, প্রায় সাড়ে চার কেজি রুপোর বাট ও গয়না-সহ দু’জনকে আটক করল আসানসোলের রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। অভিযুক্তদের বুধবার শুল্ক দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। এ খবর জানিয়েছেন আরপিএফের আসানসোল ডিভিশনের কমান্ড্যান্ট রাহুল রাজ। তিনি জানিয়েছেন, ওই দুই অভিযুক্তের নাম শ্রীকান্ত কুসওহা ও মাজন মাহাতো। প্রথম জন আসানসোল মুন্সিবাজারের বাসিন্দা। দ্বিতীয় জনের বাড়ি রানিগঞ্জের জেকে নগর লাইন পারে।

আরপিএফ জানিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ অভিযুক্তেরা হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেসের জন্য আসানসোল স্টেশনের ৪ নম্বর প্যাটফর্মে অপেক্ষা করছিলেন। তাঁদের গন্তব্য ছিল উত্তরপ্রদেশের টুন্ডলা। কিন্তু ট্রেনে ওঠার আগেই সেখানে গোপন সূত্রে খবর পেয়ে পৌঁছয় আরপিএফ। তাঁরা অভিযুক্তদের ৪ নম্বর প্লাটফর্মে দেখে সন্দেহ করেন। জিজ্ঞাসাবাদে তাঁদের কথায় অসামঞ্জস্য ধরা পড়ে। তার পর তাঁদের ব্যাগ খুলিয়ে তল্লাশি করা হয়। তাঁদের ব্যাগ থেকে নগদ ১৬ লক্ষ ১৭ হাজার ৩০০ টাকা, ৪ কেজি ৪৭৫ গ্রাম রুপোর বাট ও গয়না উদ্ধার করেন আধিকারিকেরা। যার আনুমানিক বাজারদর প্রায় ৩ লক্ষ ২৬ হাজার ৬৪৩ টাকা। এর পর আরপিএফ আধিকারিকেরা শুল্ক দফতরের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের হাতে দুই অভিযুক্ত-সহ বাজেয়াপ্ত নগদ টাকা ও রুপোর সামগ্রী তুলে দেওয়া হয়।

কোথা থেকে অভিযুক্তরা এত টাকা এবং রুপোর বাট-গহনা পেয়েছেন তা খতিয়ে দেখছে শুল্ক দফতর। এই চক্রে আর কারা কারা যুক্ত আছেন তার খোঁজও নেওয়া শুরু হয়েছে।

অন্য বিষয়গুলি:

Silver Jewellery Smugglers Asansol RPF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy