Advertisement
২২ সেপ্টেম্বর ২০২৪

অস্থায়ী রান্নাঘরে আগুন আসানসোলের হোটেলে

আসানসোলের একটি হোটেলের অস্থায়ী রান্নাঘরে আগুন লাগল রবিবার। এই ঘটনার পরে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার দাবি তুলে ঘণ্টা খানেক রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ আসার পরে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ।

ঘটনাস্থল। নিজস্ব চিত্র।

ঘটনাস্থল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৪ ০২:১৪
Share: Save:

আসানসোলের একটি হোটেলের অস্থায়ী রান্নাঘরে আগুন লাগল রবিবার। এই ঘটনার পরে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার দাবি তুলে ঘণ্টা খানেক রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ আসার পরে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার আসানসোলের সেনরেলে রোড সংলগ্ন একটি বহুতল হোটেলের অস্থায়ী রান্নাঘরে আগুন লেগে যায়। যে রান্নাঘরটিতে আগুন লাগে সেটি রয়েছে হোটেলটির পিছনের দিকে। বিভিন্ন অনুষ্ঠানের জন্য হোটেলটি যখন ভাড়া দেওয়া হয়, তখনই ওই রান্নঘরটি ব্যবহার করা হত। রবিবার হোটেলটি একটি বেসরকারি বিনোদন চ্যানেলের পক্ষ থেকে ভাড়া নেওয়া হয়েছিল। তাই ওই রান্নাঘরটি ব্যবহার করা হচ্ছিল। তখনই রান্না করার সময় আচমকা গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

এর পরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। সেনরেলে রোড অবরোধ করেন তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই হোটেলে প্রায়ই নানা ধরণের অনুষ্ঠান হয়। তখন ওই অস্থায়ী রান্নাঘরে রান্না করা হয়। কিন্তু ওই রান্নাঘরে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। ফলে যে কোনও দিন, আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। আগুন ছড়িয়ে পড়তে পারে আশপাশের এলাকায়। কিন্তু হোটেলের মালিককে বার বার বললেও তিনি কোনও ব্যবস্থা নেননি। প্রায় ঘণ্টা খানেক অবরোধ চলার পরে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পরে অবরোধ ওঠে।

পুলিশ জানিয়েছে, রবিবার হোটেলে একটি বেসরকারি বিনোদন চ্যানেলের অডিশনের অনুষ্ঠান চলছিল। তখনই রান্না করার সময় আগুন লাগে। ওই অনুষ্ঠানের জন্য কোনও আগাম অনুমতি ছিল না বলে অডিশন বন্ধ করে দেয় পুলিশ। গোটা ঘটনার বিষয়ে হোটেল মালিক কোনও মন্তব্য করতে রাজি হননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fire asansol hotel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE