গ্রাফিক: শৌভিক দেবনাথ
প্রশান্ত কিশোরের বিধানসভার ফল নিয়ে করা ভবিষ্যদ্বাণীর উত্তরে বাবুল সুপ্রিয়র কড়া টুইট, ‘২০২১ সালের পর না থাকবে সাপ (তৃণমূল), না বাজবে (পিকে-র) বাঁশি’।
প্রশান্ত কিশোরের চ্যালেঞ্জ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা দুই অঙ্ক পেরিয়ে তিন অঙ্কে যাবে না। তাই নিয়েই একের পর এক বিজেপি নেতৃত্ব পাল্টা টুইট করতে শুরু করেছেন। প্রশান্তের টুইটের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, বাংলায় বিজেপির সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন, পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়রা।
Very happy that an 'Expert' who can make such a 'Statement', is leading the Poll Campaign of @AITCofficial & @MamataOfficial 's 🤣Which world does he stay, what diet has #TMchhi put him ON•Great thing is, come 2021, na rahega Saanp (TMchhi) na bhajegi (PK ki) Bansuri @BJP4India pic.twitter.com/59dCWuPUJ7
— Babul Supriyo (@SuPriyoBabul) December 21, 2020
বাবুল সুপ্রিয় টুইটারে লিখেছেন, ‘খুব খুশি যে এমন একজন বিশেষজ্ঞ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের প্রচারে নেতৃত্ব দিচ্ছেন। কোন বিশ্বে বাস করেন উনি? তৃণমূল ওঁকে কী খাবার খাওয়ায়? সবচেয়ে ভাল বিষয় হল, ২০২১ আসুক, দেখবেন না থাকবে সাপ (তৃণমূল), না বাজবে (পিকে-র) বাঁশি।’’
भाजपा की बंगाल में जो सुनामी चल रही हैं, सरकार बनने के बाद इस देश को एक चुनाव रणनीतिकार खोना पड़ेगा।
— Kailash Vijayvargiya (@KailashOnline) December 21, 2020
বাংলায় বিজেপির সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন টুইটারে লেখেন, ‘অন্যের ভবিষ্যদ্বাণীর উপর বিজেপি চলে না, আমরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই তৈরি করি। অমিত শাহ ও জেপি নড্ডাজি ঘোষণা করেছেন, ‘দিদি একা হয়ে যাবেন’ আর ‘বিজেপি পশ্চিমবঙ্গে ২০০ আসন জিতবে’। আপনাকে আগাম শুভেচ্ছা আর বিদায় জানাই।’
BJP doesn't run on others' prediction we create our own .
— Arvind Menon (@MenonArvindBJP) December 21, 2020
@AmitShah Ji & @JPNadda Ji have declared that "Didi will be isolated" & "BJP will win 200 seats in West Bengal"
'Advance Greetings for your farewell' https://t.co/xMQtLJyUyt
বাংলায় বিজেপির প্রধান পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ও টুইট করেছেন পিকে-র মন্তব্য নিয়ে। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপির সুনামি চলছে। সরকার তৈরি হওয়ার পর দেশকে এক ভোটকৌশলীকে হারাতে হবে’।
আরও পড়ুন: রাজনৈতিক উচ্চাশা থেকেই কি বিচ্ছেদ সুজাতা-সৌমিত্রের, জল্পনা জোরদার
আরও পড়ুন: ভুল করলে সুজাতা, আমি কি পাপী? স্ত্রী-র দলত্যাগে অশ্রুসজল সৌমিত্র
সোমবার কৃষ্ণনগরে বিজেপি-র সভা থেকে ভোট কুশলী প্রশান্ত কিশোরের টুইটের কড়া সমালোচনা করেন দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায়। তিনি বলেন, ‘‘প্রশান্ত কিশোর কে? ব্যবসায়ী, রাজনীতিবিদ নাকি তৃণমূল কর্মী? তার নিজস্ব কোনও দল আছে? তিনি কোন রাজনৈতিক দলের সদস্য সেটাও কেউ জানে না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy