—ফাইল চিত্র।
বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি কতটা এগোল, নবান্নে বৈঠক অমিতের
বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এর প্রস্তুতিতে বুধবার বৈঠকে বসবেন রাজ্যের অর্থ উপদেষ্টা অমিত মিত্র। আজই নবান্নে প্রশাসনিক কর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন তিনি। এই বৈঠকে বিজিবিএস-প্রস্তুতির অগ্রগতি নিয়ে সবিস্তার পর্যালোচনা করবেন। এমনটাই প্রশাসনিক সূত্রে খবর। আগামী ৫-৬ ফেব্রুয়ারি রাজ্যে বসবে শিল্প সম্মেলনের আসর। আগামী বছরেই বিধানসভা নির্বাচন। তার আগে ওই মঞ্চ থেকে রাজ্যের শিল্প সম্ভাবনা রাজ্যবাসীর কাছে তুলে ধরার ক্ষেত্রে বড় সুযোগ পাবে শাসকদল। গত কয়েক মাস ধরে এই সম্মেলনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের একাধিক দায়িত্ব দিয়েছেন। সেই প্রস্তুতি কত দূর এগিয়েছে, এ বার তার বিস্তারিত রিপোর্ট নেবেন মমতা। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ-সহ প্রশাসনের কর্তারা। আজ এই খবরে নজর থাকবে।
‘ধনধন্য’ সভাগৃহে মুখ্যমন্ত্রী, ছাত্র সপ্তাহ পালনের অনুষ্ঠান
১ থেকে ৮ জানুয়ারি— স্টুডেন্টস উইক (ছাত্র সপ্তাহ) পালনের ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই উপলক্ষে আজ ধনধন্য সভাগৃহে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছাত্র এবং শিক্ষা মহলের উদ্দেশে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেই খবরে নজর থাকবে আজ।
শিয়ালদহ কোর্টে আরজি করে ধর্ষণ ও খুনের বিচারপ্রক্রিয়া
আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় শিয়ালদহ আদালতে ৫৭ পাতার বক্তব্য জমা দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। জানিয়েছিলেন, তাঁরা আরও তদন্ত চান। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে বলে তাঁদের অনুমান। নতুন করে চার্জশিট জমা দেওয়ার আবেদনও জানিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের আইনজীবীও আদালতে জানান, তাঁর মক্কেল এই ঘটনার সঙ্গে জড়িত নন। এক জনের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। ঘটনার নেপথ্যে অন্য কেউ থাকতে পারেন। আজ এই মামলার শুনানি রয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।
তীব্র ভূমিকম্পের পর তিব্বতের পরিস্থিতি
তিব্বতের ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এখনও পর্যন্ত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন শতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারেরও বেশি বাড়ি। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। ভূমিকম্পের উৎসস্থল থেকে মাত্র ৮০ কিলোমিটার উত্তরেই মাউন্ট এভারেস্ট। রাতে এই অঞ্চলের তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চিনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, স্থানীয় দমকলকর্মী এবং উদ্ধারকারী মিলিয়ে দেড় হাজারেরও বেশি জনের একটি দলকে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। ত্রাণের জন্য পাঠানো হয়েছে ২২ হাজার তাঁবু। এ ছাড়া শীতের পোশাক, কম্বল, ভাঁজ করা বিছানাও পাঠানো হয়েছে। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকায় কী পরিস্থিতি থাকে, উদ্ধারকাজ কেমন চলছে, সে দিকে নজর থাকবে আজ।
কুলতলির গ্রামে বাঘ, কী করছে বন দফতর
মঙ্গলবার কিছুটা অবস্থান বদলে উত্তর-পূর্বে সরে এসেছে সুন্দরবনের আজমলমারীর জঙ্গল থেকে কুলতলির গ্রামে ‘অনুপ্রবেশকারী’ বাঘ। উত্তর জগদ্দল লাগোয়া নদীর ধারে পায়ের ছাপ দেখে তার উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে নতুন করে প্রায় ১ কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরেছে বন দফতর। পাতা হয়েছে খাঁচা। দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন, রাতভর এলাকা ঘিরে পাহারা দেবেন বনকর্মীরা। আজ এই খবরে নজর থাকবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy