Advertisement
০৬ নভেম্বর ২০২৪

বাঁচার মরিয়া চেষ্টা করেন অনুপম

মাথায় রডের বাড়ি খেয়েও আততায়ীকে বাধা দেওয়ার মরিয়া চেষ্টা করেছিলেন মনুয়ার স্বামী অনুপম সিংহ। অজিত রায়ের বুকের কাছে খামচে ধরেছিলেন তিনি। তাতে অজিতের গেঞ্জির পকেট ছিঁড়ে হাতে চলে আসে অনুপমের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মে ২০১৭ ০১:২৩
Share: Save:

মাথায় রডের বাড়ি খেয়েও আততায়ীকে বাধা দেওয়ার মরিয়া চেষ্টা করেছিলেন মনুয়ার স্বামী অনুপম সিংহ। অজিত রায়ের বুকের কাছে খামচে ধরেছিলেন তিনি। তাতে অজিতের গেঞ্জির পকেট ছিঁড়ে হাতে চলে আসে অনুপমের। তার পরে নীচে পড়ে যায় সেটি। শুক্রবার বারাসতে অনুপমের বাড়ি থেকে গেঞ্জির সেই ছেঁড়া টুকরো সংগ্রহ করলেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা। ছিলেন ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞেরাও।

এ দিন ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন নমুনার সঙ্গে অজিত ও মনুয়ার আঙুলের ছাপ মিলিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশের তদন্তকারী অফিসারেরা। দু’টি কাচের গ্লাসও সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে গিয়েছেন তাঁরা। পুলিশের দাবি, ওই দু’টি গ্লাসে লেগে থাকা আঙুলের ছাপ দিয়েও প্রমাণ করা যাবে যে, খুনের আগে মনুয়া ও অজিত সেখানে ছিল। ওই গ্লাসেই তারা মদ্যপান করেছিল।

খুনের কোনও প্রমাণ যাতে না থাকে, তা নিশ্চিত করতে অনুপমকে মারার পরে রক্তমাখা জামা থেকে শুরু করে মোবাইল ফোনটিও গঙ্গার জলে ফেলে দিয়েছিল মনুয়া ও তার প্রেমিক অজিত। খুনের তদন্তে নেমে সে সব কিছু না পেয়ে যে ঘরে অনুপমকে খুন করা হয়েছিল, তার নমুনা সংগ্রহ করে পুলিশ। খুনে ব্যবহৃত একটি লোহার রড ও একটি ছুরিও উদ্ধার হয়। মনুয়া-অজিতকে জেরার পরে সেই সব তথ্যপ্রমাণই আদালতে পেশ করার জন্য তৈরি হচ্ছে পুলিশ। সেই তদন্তের সূত্র ধরে এ দিন ফরেন্সিক বিশেষজ্ঞেরা খুনের জায়গা খুঁটিয়ে দেখেন।

শুক্রবার বিকেল তিনটে নাগাদ বারাসতের হৃদয়পুর এলাকার তালপুকুরে অনুপমের বাড়ি যান ফরেন্সিক বিশেষজ্ঞেরা। প্রায় আড়াই ঘণ্টা ধরে তাঁরা তদন্ত করেন। খুনের পর থেকে ওই বাড়িটি সিল করে রেখেছিল পুলিশ। এ দিন এলাকায় রটে যায়, মনুয়াকেও আনা হয়েছে সেখানে। ফলে প্রচুর লোক ভিড় করেন। পুলিশ জানিয়েছে, ১০ দিন টানা পুলিশি হেফাজতের পরে আজ, শনিবার ফের মনুয়া ও অজিতকে তোলা হবে বারাসত আদালতে। তবে এ দিন এক পুলিশকর্তা জানিয়েছেন, অনুপম-হত্যার তদন্ত অনেকটাই গুটিয়ে ফেলা হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE