Advertisement
E-Paper

অভিষেকের চোখে আর কালো কাচের আবরণ নেই, নতুন দায়িত্ব পাওয়ার পরে দিল্লি দরবারে কী করলেন

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির অফিসে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল। সেখানে অভিষেককে দেখা গিয়েছিল কালো কাচের চশমা পরে রয়েছেন।

Abhishek Banerjee met TMC MPs in Parliament

মঙ্গলবার নতুন সংসদ ভবনের সামনে তৃণমূল সাংসদদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ২১:০০
Share
Save

কালীপুজোর দু’দিন আগে চোখের অস্ত্রোপচার করিয়ে আমেরিকা থেকে কলকাতায় ফিরেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে সোমবার পর্যন্ত তিন বার তাঁকে প্রকাশ্যে দেখা গিয়েছে। তিন বারই দেখা গিয়েছে, চোখে কালো কাচের চশমা রয়েছে অভিষেকের। মঙ্গলবার সংসদে দেখা গেল অভিষেকের চোখ থেকে সরেছে কালো কাচের আবরণ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির অফিসে সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল। সেখানেও অভিষেককে দেখা গিয়েছিল কালো কাচের চশমা পরে রয়েছেন। সোমবার সন্ধ্যার বিমানেই কলকাতা থেকে দিল্লি গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। মঙ্গলবার ছিল সংবিধান দিবস। সেই উপলক্ষে সংসদে গিয়ে দলের সাংসদদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। নতুন সংসদ ভবনের মূল ফটকের সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়, প্রকাশ চিক বরাইক-সহ দলের দুই কক্ষের সাংসদদের সঙ্গে ছবিও তোলেন। সেখানেই দেখা গিয়েছে, তাঁর চোখ থেকে সরেছে কালো কাচের চশমা।

গত ৭ নভেম্বর ছিল অভিষেকের জন্মদিন। ওই দিনই সাংবাদিকদের সঙ্গে একান্ত আলোচনায় জানিয়েছিলেন, চিকিৎসকেরা তাঁকে পরামর্শ দিয়েছেন রোদ-ধুলো থেকে চোখকে রক্ষা করতে কালো চশমা পরতে হবে। টানা কয়েক সপ্তাহ তা পরার কথা বলেছিলেন চিকিৎসকেরা। সম্ভবত, সেই সময়সীমা শেষ হয়েছে। চশমা ছাড়া আগের থেকে ভাল দেখতেও পাচ্ছেন অভিষেক। উল্লেখ্য, এই নিয়ে সপ্তম বার চোখের অস্ত্রোপচার হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের। তবে এ বারই প্রথম ডান চোখে অস্ত্রোপচার হয়েছে। এর আগের অস্ত্রোপচারগুলি বাঁ চোখে হয়েছিল। আগামী মে মাসে ফের চেকআপের জন্য বিদেশে যাওয়ার কথা রয়েছে তাঁর।

জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে অভিষেককে নতুন দায়িত্ব দিয়েছে দল। তাঁকে জাতীয় রাজনীতি এবং সংসদ বিষয়ে মুখপাত্রদের তালিকার এক নম্বরে রাখা হয়েছে। বৈঠকের পরে আনুষ্ঠানিক ভাবে সে কথা জানিয়েছিলেন তৃণমূলের প্রথম সারির নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কেন গণ্ডি কেটে দেওয়া হল, তা নিয়ে দলের মধ্যেও প্রশ্ন রয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সংসদে দলের সাংসদদের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এ-ও জানিয়েছেন, শীতকালীন অধিবেশনে তিনি নিয়মিত সংসদে হাজির থাকবেন। বুধবার তৃণমূলের সংসদীয় দলের বৈঠক রয়েছে। সেখানেও অভিষেকের থাকার কথা রয়েছে।

Abhishek Banerjee Tmc Leader parliament TMC MP

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}