মঞ্চে শোভন চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।
শব্দবাজি তৈরি এবং বিক্রি আইনত অপরাধ। এ বার এই অপরাধ করলে শাস্তি পেতে হবে। রবিবার বিকেলে জীবনতলার মৌখালিতে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র তৃণমূল আয়োজিত বিজয়া সম্মিলনীতে এ ভাবেই শব্দবাজি ব্যবসায়ীদের সাবধান করে দিলেন মন্ত্রী তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি শোভন চট্টোপাধ্যায়। এ দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘শব্দবাজি কোনও ভাবে বরদাস্ত করা হবে না। কেউ যেন শব্দবাজি তৈরি এবং বিক্রি না করেন। যারা শব্দবাজি তৈরি এবং বিক্রি করবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’
এ দিনের বিজয়া সম্মিলনীতে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি জানান, প্রতিটি পঞ্চায়েত এলাকার গরিব মানুষ যাতে গীতাঞ্জলি প্রকল্পে ঘর পান তার দিকে নজর রাখতে হবে। তিনি বলেন, ‘‘বাংলার মাটিতে সম্প্রীতির বাতাবরণ নষ্ট করতে দেওয়া যাবে না।’’ দলীয় সংগঠনকে আরও মজবুত করতে বলে তিনি বলেন, ‘‘এমন উন্নয়ন করতে হবে যাতে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে।’’ এ দিন অন্যান্যদের মধ্যে ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, জেলা কমিটির ভাইস চেয়ারম্যান শক্তি মণ্ডল, বিধায়ক সওকত মোল্লা-সহ অনেকে। এ দিন সওকাত মোল্লার একটি বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করেন শোভনবাবু।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy