স্কুলে যাওয়ার পথে কটূক্তি, শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হল নাবালিকা ও তার মা। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ঘটনাটি ঘটেছে। ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর মা।
জানা গিয়েছে, ওই নাবালিকা তালদিরই এক স্কুলের নবম শ্রেণির পড়ুয়া। অভিযোগ, রোজই স্কুলে যাওয়ার পথে কিছু যুবক তাকে উত্ত্যক্ত করত। গত শনিবার ওই ছাত্রীর হাত ধরে টানাটানি করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ছাত্রী যেতে না চাইলে তাকে মারধরও করা হয়। বাড়ি ফিরে গোটা ঘটনার কথা মাকে জানায় ওই কিশোরী। এর পরেই মা ঠিক করেন, সোমবার মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাবেন।
সোমবারও অভিযুক্তেরা যথারীতি রাস্তায় দাঁড়িয়ে ছিল। অভিযোগ, কেন তাঁর মেয়েকে উত্ত্যক্ত করা হচ্ছে জিজ্ঞাসা করতে গেলে ছাত্রীর মাকে বেধড়ক মারধর করে তারা। সোমবার বিকেলেই ওই যুবকদের বিরুদ্ধে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মা-মেয়ে। ক্যানিংয়ের মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডল জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবকদের খোঁজ চলছে।