দুর্ঘটনার-পরে: এক প্রৌঢ়ের মৃত্যুর পরে এই গাছের গুঁড়ি সরানোর দাবিতে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দেগঙ্গায়। রবিবার। নিজস্ব চিত্র
বাসের জানলা থেকে হাত বের করে বসেছিলেন বছর ৩০-এর এক যুবক। হঠাৎই দ্রুত গতিতে আসা একটি মিনি ট্রাকের ধাক্কায় রাস্তায় কেটে পড়ল তাঁর কব্জি। যাত্রীদের চিৎকার শুনেও বাস না থামিয়ে আরও দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন চালক। অবশেষে বাসটি দাঁড়াল পথে একটি রেল গেটের কাছে ম্যাটাডরের সঙ্গে ধাক্কা লেগে। বেগতিক বুঝে চালক ধাঁ। ততক্ষণে অবশ্য লবকুমার সর্দার নামে ওই যুবকের মরমর অবস্থা। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে গাইঘাটা থানার বিষ্ণুপুরে বেড়িগোপালপুর-গোবরডাঙা সড়কে। মৃত যুবকের বাড়ি স্বরূপনগরের তরণীপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি গোবরডাঙার দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসছিল একটি মিনিট্রাক। সাড়ে দশটা নাগাদ বিষ্ণুপুর-তালতলা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ডানদিকে ধাক্কা মারে। ওই সময় বাসের জানলা দিয়ে হাত বের করে বসেছিলেন লব। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দু’টি গাড়ির গতি ভালই ছিল। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল, তাতে লবের কব্জি কেটে রাস্তায় পড়ে যায়। মাথায়ও আঘাত পান তিনি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই বাসের আরও এক যাত্রী। দু’জনকেই হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবারও এই এলাকায় পথ দুর্ঘটনায় তিনজন জখম হয়েছেন। পুলিশ জানায়, বাসটি আটক করা হয়েছে। চালকের খোঁজে তল্লাশি চলছে।
এ দিনই আরও দু’টি দুর্ঘটনা ঘটেছে অশোকনগর ও গাইঘাটায়। সকাল ৬টা নাগাদ অশোকনগর থানার গুমা চৌমাথা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন হাবরার মালিগ্রামের মনসুর আলি মণ্ডল (৫৫)। তখন যশোর রোড ধরে একটি ট্রাক হাবরার দিকে যাচ্ছিল। গুমা চৌমাথা এলাকায় হঠাৎ একটি সাইকেলে করে তিন ব্যক্তি ট্রাকের সামনে চলে আসেন। তাঁদের বাঁচাতে গিয়ে চালক প্রৌঢ়কে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ চালক ও ট্রাকটি আটক করেছে।
দেগঙ্গার বিশ্বনাথপুরে দুর্ঘটনাটি ঘটেছে সকাল ৮টা নাগাদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি ইজরাইল মণ্ডল (৫৭) সাইকেলে করে টাকি রোড ধরে কাজে যাচ্ছিলেন। পিছন থেকে একটি গাড়ির ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার পাশে থাকা গাছের গুঁড়িতে ধাক্কা লাগে। তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বারসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। এর পরে গাছের গুঁড়ি সরানোর দাবিতে কিছুক্ষণ পথ অবরোধ করেন এলাকাবাসী। গাছগুলি রাস্তা সম্প্রসারণের জন্য কাটা হয়েছে বলে জানা গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy