মারধরের জেরে এক গৃহবধূর মৃত্যুর রটনাকে ঘিরে রবিবার সকালে উত্তেজনা ছড়ায় ফলতার গোবিন্দপুর গ্রামে। বধূর প্রতিবেশীরা তাঁর শ্বশুরবাড়িতে আগুন ধরিয়ে দেন। ভাঙচুর ও লুঠপাটও হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ জানায়, রটনাটি ভুল। আপসোনা বিবি নামে ওই বধূ কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাবা আনোয়ার মোল্লার অভিযোগের ভিত্তিতে বধূর দেওর সইদুল, শাশুড়ি জাহানারা বিবি এবং ননদ আরজিনা খাতুনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তেরা পলাতক। বছর বারো আগে নোদাখালির রহায়পুর গ্রামের আপসোনার সঙ্গে গোবিন্দপুরের মইদুল মণ্ডলের বিয়ে হয়। মইদুল জরির কাজ করেন। মুম্বইয়ে কর্মরত। বিয়ের পর থেকেই নানা কারণে আপসোনার উপর শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন চালাত বলে অভিযোগ। শনিবার বিকেলে তাঁকে দেওর, শাশুড়ি ও ননদ বাঁশ দিয়ে বেধড়ক মারে এবং ইট দিয়ে শরীরের নানা জায়গা থেঁতলে দেয় বলে অভিযোগ। প্রতিবেশীরাই আপসোনাকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যান। পরে বধূর মৃত্যুর গুজব রটে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy