Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ত্রাণ বিলি প্লাবিত এলাকায়

সপ্তাহ কয়েক আগে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল হিঙ্গলগঞ্জের পুকুরিয়া গ্রাম। চাষের জমি চলে গিয়েছিল জলের নীচে। জল কমলেও মাটির বাড়ি ভেঙে যাওয়ায় অনেকেই এখনও খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন।

নিজস্ব সংবাদদাতা
হিঙ্গলগঞ্জ শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০২:০৬
Share: Save:

সপ্তাহ কয়েক আগে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল হিঙ্গলগঞ্জের পুকুরিয়া গ্রাম। চাষের জমি চলে গিয়েছিল জলের নীচে। জল কমলেও মাটির বাড়ি ভেঙে যাওয়ায় অনেকেই এখনও খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন। এই অবস্থায় দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন জনপ্রতিনিধিরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় পুকুরিয়া গ্রামে পোশাক এবং পলিথিন নিয়ে যান বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলি এবং হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। সাংসদ বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর একটাই লক্ষ্য, দলমত নির্বিশেষে, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো। তাদের উন্নয়ন করা। তাই আমরা এখানে এসেছি।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৬ সেপ্টেম্বর হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীর বাঁধ বসে পুকুরিয়া গ্রামের একাংশে নোনা জল ঢোকে। নষ্ট হয়ে যায় পুকুরের মাছ, জমির ফসল। ভেঙে পড়ে মাটির বাড়ি।

বিধায়ক দেবেশবাবু বলেন, ‘‘ব্লক আধিকারিকদের বলা হয়েছে দুর্গতদের ঘর মেরামতির কাজ দ্রুত শেষ করতে হবে।’’ মাছ এবং ফসলের ক্ষতিপূরণের চেষ্টা চলছে বলেও জানান বিধায়ক। বৃহস্পতিবার রাতেই হিঙ্গলগঞ্জ এবং সান্ডেলেরবিল এলাকায় নিজের সাংসদ কোটার টাকায় দু’টি হাইমাস্ট আলোর উদ্বোধন করেন ইদ্রিশ আলি।

অন্য বিষয়গুলি:

flood Relief distribution
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE