প্রতীকী ছবি।
মধ্যমগ্রাম পুরসভার গঙ্গানগরে একটি জলের ট্যাঙ্ক তৈরি হয়েছিল ৪৪ বছর আগে। গত দু’দশক ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে ওই ট্যাঙ্ক। দীর্ঘদিন ব্যবহার এবং মেরামতি না হওয়ায় ভেঙেচুরে গিয়েছে ট্যাঙ্কটি। ওই ট্যাঙ্কের আশপাশে থাকেন শতাধিক মানুষ। তাঁদের দাবি, হয় ট্যাঙ্কটি ভেঙে ফেলা হোক নয়তো মেরামতি করে ট্যাঙ্কটি ব্যবহারের উপযুক্ত করে তোলা হোক।
ট্যাঙ্কের আশপাশে বেশ কয়েকটি পরিবারের বাস। সেখানকার ছোট ছোট ছেলে-মেয়েরা খেলতে খেলতে প্রায়শই ট্যাঙ্কের নীচে চলে যায়। ট্যাঙ্ক থেকে চাঙড় খসে পড়ে যে কোনও সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। ঘূর্ণিঝড় ইয়াসের সময় ট্যাঙ্কের একাংশ ভেঙে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, ভগ্নপ্রায় ট্যাঙ্ক নিয়ে সুরাহার জন্য বার বার আবেদন করেও কোনও লাভ হয়নি। জনপ্রতিনিধিদের বিষয়টি জানালেও তাঁরা কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
বিষয়টি নিয়ে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রশাসক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সঙ্গে। এ বিষয়ে তিনি বলেছেন, ‘‘ওই ট্যাঙ্ক নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিষয়টির দ্রুত সুরাহা করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy