সুন্দরবনে আবার বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। বাঘের মুখ থেকে সঙ্গীরা গণেশ কাহার নামে ৪৭ বছরের ওই ব্যক্তিকে ছিনিয়ে আনে। তবে প্রাণে বাঁচানো যায়নি তাঁকে।
দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত ছোট মোল্লাখালি এলাকার বাসিন্দা গণেশ। দুই সঙ্গী বাসুদেব সরকার এবং গোপাল বৈদ্যকে নিয়ে সুন্দরবনের চার নম্বর গাজিখালি সজনে খালি জঙ্গলের মধ্যে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। আচমকাই গণেশের উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। তাঁকে দুই সঙ্গী বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলে মারা যান গণেশ। বাঘের মুখ থেকে তাঁর দেহটি ছিনিয়ে আনেন বাসুদেব এবং গোপাল।
আরও পড়ুন:
ঘটনার খবর পেয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত মাসেই বাঘের হামলায় সুন্দরবনে মৃত্যু হয় ২২ বছরের এক মৎস্যজীবীর। ঘটনাটি ঘটে বইটা বাঙ্গির জঙ্গলে। মৃতের নাম কর্ণধর মণ্ডল। কর্ণধার-সহ পাঁচ জন কাঁকড়া ধরার জন্য জঙ্গলে গিয়েছিলেন। নৌকা থেকে নদীতে নামতেই কর্ণধারের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। সঙ্গীরা তাঁকে বাঘের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।