খুন, মাদক ব্যবসা, ডাকাতি, তোলাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সিরাজ মণ্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। ধৃতের কাছ থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত সিরাজের বা়ড়ি বসিরহাটের ঘোনা গ্রামে। সিরাজ ও তার দলবল বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তোলেন গ্রামবাসীরা। জমি কেনা, বাড়ি তৈরি করা কিংবা ভেড়ির ব্যবসা— সব ক্ষেত্রে সিরাজকে টাকা না দিলে কাজ হত না বলে অভিযোগ। গত ২০১৪ সালে অক্টোবরের শেষ সপ্তাহে এক ব্যক্তিকে খুন করে নদীর জলে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল এই সিরাজ-সহ চারজনের বিরুদ্ধে। সেই থেকেই অধরা ছিল এই দুষ্কৃতী। পুলিশ জানায়, কয়েক মাস আগে সিরাজ গ্রামে ফেরে। এই খবর পেয়ে পুলিশ গ্রামে যেতেই সিরাজ ও তার দলবল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে মেছোভেড়ি দিয়ে পালিয়ে যায়। সোমবার রাতে পুলিশের কাছে ফের খবর আসে সিরাজ স্থানীয় মালতিপুর হাইস্কুলের পাশে এসেছে। সেই সময় বসিরহাট থানার আইসির নেতৃত্বে একটি দল তৈরি হয়। পুলিশ জানতে পারে, মাদক বিক্রির পাশাপাশি স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে সিরাজ তার সঙ্গীদের নিয়ে জড়ো হয়েছে। এ বার অবশ্য সিরাজ পালাতে পারেনি।
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুষ্কৃতী। গুলি ভর্তি পাইপগান-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অরুণ মণ্ডল। সোমবার রাতে হাবরা থানার পুলিশ ওই দুষ্কৃতীকে ধরেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy