টিউশন নিতে বেরিয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী। সে সময় তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। শনিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরী স্থানীয় এক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। শনিবার রাতে টিউশন পড়তে যাচ্ছিল ব্যারাকপুরের মোহনপুর এলাকার বাসিন্দা ওই নাবালিকা। অভিযোগ, পড়তে যাওয়ার পথে ব্যারাকপুর জাফরপুর স্কুল পাড়া এলাকার কাছে পাড়ারই এক যুবক তাকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে যান। এর পর তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কোনও মতে বাড়ি ফিরে কিশোরী তার পরিবারকে সব কথা জানালে তড়িঘড়়ি থানায় অভিযোগ দায়ের করেন পরিজনেরা।
আরও পড়ুন:
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মোহনপুর থানার পুলিশ। কিশোরীর পরিবার সূত্রে জানা গিয়েছে, টিউশন পড়তে যাওয়ার পথে তাকে জোর করে টেনে নিয়ে যান ধৃত। সে সময় পাড়ায় অনুষ্ঠান চলছিল। তাই ছাত্রী চেঁচামেচি করলেও মাইকের আওয়াজে কেউ কিশোরীর আর্তনাদ শুনতে পাননি। সেই সুযোগে রাস্তার ধারেই এক পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে ওই কিশোরী অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর নির্যাতিতা কিশোরী পরিবারের লোকজনকে গোটা ঘটনাটি জানালে তাঁরাই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।