বাড়ি থেকে বেরিয়ে ‘হেল্প’ ‘হেল্প’ চিৎকার শুরু করেন ওই বায়ুসেনা। নিজস্ব চিত্র।
স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন এক বায়ুসেনা কর্মী। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনা জেলার পলতা জওহর কলোনি এলাকায়। ওই বায়ুসেনা তথা স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, দিন পনেরো আগে জওহর কলোনি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে আসেন পলতা বায়ুসেনা ছাউনির সার্জেন্ট পদে কর্মরত অমর লাল। শুক্রবার সন্ধ্যায় ওই বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর স্ত্রী অঞ্জনার রক্তাক্ত দেহ।
স্থানীয়রা জানাচ্ছেন, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দুই মেয়েকে নিয়ে পার্ক থেকে বেড়িয়ে বাড়ি ফেরেন বায়ুসেনা কর্মী অমর। হঠাৎই তিনি ঘর থেকে চিৎকার করতে করতে রাস্তায় বেরিয়ে আসেন। ‘হেল্প’ ‘হেল্প’ বলে চিৎকার করতে থাকেন। প্রতিবেশীরা তাঁর ঘরের দিকে দৌড়ে যান। বাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় বিছানার উপর পড়ে থাকতে দেখা যায় বছর পঁচিশের রঞ্জনাকে। খবর দেওয়া হয় স্থানীয় নোয়াপাড়া থানায়।
খবর পেয়ে চলে আসেন পলতা বায়ুসেনা ছাউনির কর্মীরা। আসেন বারাকপুর পুলিশ কমিশনারেটের জগদ্দলের এসিপি সুব্রত মণ্ডল। নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পার্থসারথি মজুমদার। এর পর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy