Advertisement
০৫ নভেম্বর ২০২৪
pakistan

Imran Khan: সরাসরি: চলছে পাক অ্যাসেম্বলির অধিবেশন, ইফতারের পর ভোটাভুটি হওয়ার সম্ভাবনা

মূল ঘটনা

১৫:৩১ সর্বশেষ
দু’ঘণ্টা দেরির পর ফের শুরু হল পাক অ্যাসেম্বলির অধিবেশন
১৫:০৯
পাক সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারেন ইমরান খান
১৪:৫৬
অনাস্থা প্রস্থাবের উপর ভোটাভুটি আগামী সপ্তাহে? দাবি পাক সংবাদ মাধ্যমের একাংশের
১৪:৪৬
ইমরানকে উন্মাদ বললেও কম বলা হয়: মরিয়ম নওয়াজ শরিফ
১৪:৩১
স্পিকারের কাছে অনাস্থা প্রস্তাবে দ্রুত ভোট করানোর আবেদন বিরোধীদের
১৩:৩৭
পাক অ্যাসেম্বলির অধিবেশন শুরু হতে দেরি
১১:৪২
দুপুর ১টা পর্যন্ত স্থগিত পাক অ্যাসেম্বলির অধিবেশন
১১:০৯
ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন শুরু
১০:০৯
অতই যদি ভাল লাগে তবে ভারতে চলে যান, ইমরানকে বললেন নওয়াজ কন্যা
০৭:৫৩
ভারতের বিদেশনীতির প্রশংসা
ঝুলেই রইল ইমরানের ভাগ্য।

ঝুলেই রইল ইমরানের ভাগ্য। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
করাচি শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১৭:৩৫
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১৫:৩১ key status

দু’ঘণ্টা দেরির পর ফের শুরু হল পাক অ্যাসেম্বলির অধিবেশন

প্রায় আড়াই ঘণ্টা পর ফের পাক অ্যাসেম্বলির অধিবেশন শুরু। এখনও অধিবেশনে নেই ইমরান। অনাস্থা প্রস্তাবের উপর রাত আটটায় ভোটাভুটি হতে পারে। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১৫:০৯ key status

পাক সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারেন ইমরান খান

সূত্রের খবর, ইমরান খান তাঁর আইনজীবীদের সঙ্গে কথা বলছেন। পাক সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে ষেতে পারে সরকার। এর সঙ্গে বিকল্প দিকগুলিও বিবেচনা করা হচ্ছে। দলের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে একটি পিটিশনের খসড়া তৈরি করেছে। ইমরান খানের বাড়িতেই পিটিশনের বিষয়গুলো নিয়ে ইমরান খানের সঙ্গে আলোচনা করেন তাঁরা।

Advertisement
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১৪:৫৬ key status

অনাস্থা প্রস্থাবের উপর ভোটাভুটি আগামী সপ্তাহে? দাবি পাক সংবাদ মাধ্যমের একাংশের

ইমরান সরকারের তথ্য ও আইনমন্ত্রী ফওয়াদ চৌধুরীকে উদ্ধৃত করে পাকিস্তানের সংবাদ মাধ্যমের একটি অংশ দাবি করছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যেতে পারে। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১৪:৪৬ key status

ইমরানকে উন্মাদ বললেও কম বলা হয়: মরিয়ম নওয়াজ শরিফ

মান, হুশ— সবই হারিয়েছেন ইমরান। তাঁর আর প্রধানমন্ত্রীর চেয়ারে থাকার কোনও অধিকার নেই। তাঁকে উন্মাদ বললেও কম বলা হয়। তীব্র আক্রমণ বিরোধী নেত্রী মরিয়ম নওয়াজ শরিফের। তাঁর দাবি, নিজেকে বাঁচাতে গোটা দেশকে বন্ধক রাখার মতো পরিস্থিতি তৈরি করেছেন ইমরান। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১৪:৩১ key status

স্পিকারের কাছে অনাস্থা প্রস্তাবে দ্রুত ভোট করানোর আবেদন বিরোধীদের

পাকিস্তানের বিরোধী নেতাদের একটি প্রতিনিধি দল ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কাইজারের সঙ্গে দেখা করে দ্রুত প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্থাবের উপর ভোটাভুটি করানোর দাবি জানান। ভোটাভুটির অনিবার্য ফলাফল আন্দাজ করতে পেরে ইমরান ইচ্ছাকৃত ভাবে অনাস্থা প্রস্তাবের উপর ভোটে বিলম্ব করাচ্ছেন বলে অভিযোগ তাঁদের।  

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১৩:৩৭ key status

পাক অ্যাসেম্বলির অধিবেশন শুরু হতে দেরি

ভারতীয় সময় দুপুর একটা পর্যন্ত অধিবেশন স্থগিত হলেও এখনও শুরু হয়নি। সূত্রের খবর, সরকার এবং বিরোধীপক্ষের মধ্যে আলোচনার কারণে দেরি হচ্ছে অধিবেশন শুরু হতে। বিরোধীদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন স্পিকার। সূত্রের খবর, সেই বৈঠকে কোনও সমাধান সূত্র উঠে আসেনি। নামাজের পর শুরু হতে পারে অধিবেশন।

Advertisement
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১১:৪২ key status

দুপুর ১টা পর্যন্ত স্থগিত পাক অ্যাসেম্বলির অধিবেশন

ভারতীয় সময় দুপুর ১টা (পাকিস্তানের সময় সাড়ে ১২টা) পর্যন্ত স্থগিত পাক ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১১:০৯ key status

ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন শুরু

ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন শুরু হল। অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার আসাদ কায়সার। অনাস্থা প্রস্তাব নিয়ে চলছে আলোচনা। বিরোধীদল পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফের নেতৃত্বে ১৭৬ জন সদস্য একটি বৈঠকে বসে।

 

 

 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১০:০৯ key status

অতই যদি ভাল লাগে তবে ভারতে চলে যান, ইমরানকে বললেন নওয়াজ কন্যা

শুক্রবার জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে ভারতের বিদেশ নীতির প্রশংসা করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর সেই প্রশংসার তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কন্যা মরিয়ম নওয়াজ শরিফ। তিনি বলেন, ‘‘অতই যদি ভারতকে ভাল লাগে তবে উনি ভারতে চলে যান।’’

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ০৭:৫৩ key status

ভারতের বিদেশনীতির প্রশংসা

 ইমরান ভাষণে ভারতের বিদেশনীতির প্রশংসা করে বলেন বলেন, ‘‘কোনও বড় শক্তি ভারতকে কোনও নির্দেশ দিতে পারে না।’’ পাক প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা ২২ কোটি মানুষ। বাইরে থেকে কেউ ২২ কোটি মানুষকে এই নির্দেশ দিচ্ছে, এটা অপমানজনক।’’ 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ০৭:৫১ key status

জাতীর উদ্দেশে ভাষণ ইমরান খানের

অনাস্থা ভোটের আগে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন পাক প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিয়েও ইমরান খান বলেন, বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্ত করল না শীর্ষ আদালত। একটি দীর্ঘ টেলিভিশন ভাষণে তিনি ফের বিরোধীদের বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুললেন। পাক প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি বিশ্বের নানা দেশ ঘুরেছি, কিন্তু কোথাও এমন খোলামেলা দুর্নীতি দেখিনি।’’

ফাইল ছবি

ফাইল ছবি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE