ফাইল চিত্র।
বৃহস্পতিবার দেশের পরবর্তী তথা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। তাঁর জয় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এ বার দ্রৌপদীর শপথ নেওয়ার পালা। আজ, শুক্রবার ওই সংক্রান্ত খবরাখবরের দিকে নজর থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
রাষ্ট্রপতি নির্বাচনে ‘ক্রস ভোটিং’
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফল বেরিয়েছে। এই নির্বাচনে বিজেপির তরফে ‘ক্রস ভোটিং’-এর দাবি করা হচ্ছে। কোন কোন দলের ভোট এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন সেই সংক্রান্ত খবরাখবরের দিকে আজ নজর থাকবে।
সংসদের বাদল অধিবেশন
আজ সংসদের বাদল অধিবেশনের চতুর্থ দিন। সংসদের আলোচনা, বিল-সহ বিভিন্ন বিষয়ের দিকে নজর থাকবে।
উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত খবরাখবর
উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন দুই প্রার্থী। রাজনৈতিক মহল মনে করছে, অঙ্কের হিসাবে কিছুটা এগিয়ে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়। অন্য দিকে, বৃহস্পতিবার তৃণমূল ঘোষণা করেছে, তারা কোনও প্রার্থীকেই ভোট দেবে না। এটা বিরোধী প্রার্থী মার্গারেট আলভার পক্ষে সুখকর নয়। আজ ওই সংক্রান্ত বিভিন্ন খবরের দিকে নজর থাকবে।
তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের ফলো আপ
বৃহস্পতিবার তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ হয়েছে। ওই সভা থেকে একাধিক বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ওই সভার ফলো আপের দিকে নজর থাকবে।
পশ্চিমবঙ্গের পরবর্তী স্থায়ী রাজ্যপাল কে?
পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছেন লা গণেশন। তবে শীঘ্রই স্থায়ী রাজ্যপাল পেতে চলেছে রাজ্য। বেশ কয়েক জনের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে পরবর্তী স্থায়ী রাজ্যপাল হিসাবে কার নাম উঠে আসে আজ সে দিকে নজর থাকবে।
টেট মামলা হাই কোর্টে
২০১৭ সালের টেট পরীক্ষায় প্রশ্নে ভুল রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। আজ ওই মামলার শুনানি রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে।
টেট মামলায় চন্দন মণ্ডলের হাজিরা
পুরনো টেট মামলায় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের বিরুদ্ধে। আজ তাঁকে আদালতে হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আদালতে আসেন কি না, আজ সে দিকে নজর থাকবে।
হাওড়ার ‘বিষমদে মৃত্যু’র তদন্ত
বুধবার হাওড়ার ঘুসু়ড়িতে রহস্যজনক ভাবে মৃত্যু হয় একসঙ্গে সাত জনের। মৃতদের পরিবারের অভিযোগ, বিষমদ খেয়েই প্রাণ হারিয়েছেন ওই সাত জন। আশঙ্কাজনক অবস্থায় আরও অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের একনও পর্যন্ত নয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ সে দিকে নজর থাকবে।
রাজ্যের কোভিড পরিস্থিতি
বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্যে আড়াই হাজারের কাছে পৌঁছে গেল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৪৮৬ জন। সংক্রমিতদের অধিকাংশই কলকাতা ও উত্তর ২৪ পরগনার অধিবাসী। আজ সংক্রমণের সংখ্যার দিকে নজর থাকবে।
দেশের সার্বিক কোভিড পরিস্থিতি
দেশে দৈনিক সংক্রমিতের সংখ্যা ২১,৫৬৬। বুধবার এই সংখ্যা ছিল ২০,৫৫৭। রাজ্যভিত্তিক করোনার সার্বিক পরিস্থিতি লক্ষ করলে দেখা যায়, দেশে দৈনিক সংক্রমণের তালিকায় মহারাষ্ট্রকে ছাপিয়ে শীর্ষে কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৬৬৭। আজ সংক্রমণ সংখ্যার দিকে নজর থাকবে।
শ্রীলঙ্কার পরিস্থিতি
দু’দিন হল শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হয়েছেন রনিল বিক্রমসিঙ্ঘে। গত এপ্রিল মাস থেকে চরম অর্থনৈতিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কায় ক্রমশই ক্ষোভ বাড়ছিল সাধারণ মানুষের। রাস্তায় নেমে চলে প্রতিবাদ, বিক্ষোভ। তাঁদের দাবি মতো নতুন সরকার গঠিত হয়েছে। এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আজ সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
ব্রিটেনে প্রধানমন্ত্রিত্বের দৌড় এবং ঋষি সুনক
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রাথমিক যুদ্ধে জিতে, চূড়ান্ত পর্বের লড়াইয়ে ঢুকে পড়েছেন ঋষি সুনক। শেষ পর্যন্ত ঋষির সঙ্গে লড়াই হতে যাচ্ছে লিজ ট্রাসের। এ বার চূড়ান্ত তথা শেষ ধাপের নির্বাচন কোন দিকে যায় আজ সে দিকে নজর থাকবে।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ
আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম একদিনের ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৭টা নাগাদ ওই ম্যাচটি শুরু হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy