ফাইল চিত্র।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে সিবিআই। বৃহস্পতিবার রাজ্য পুলিশের থেকে তারা সব নথি সংগ্রহ করেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদও করে সিবিআই। অন্য দিকে, কলকাতা হাই কোর্টে সিবিআই তদন্তের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। আজ, শুক্রবার সেখানে শুনানি হয় কি না সে দিকে নজর থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
বগটুই-কাণ্ডের সিবিআই তদন্ত
বগটুই-কাণ্ডে বৃহস্পতিবার প্রথম গ্রেফতার করল সিবিআই। মুম্বই থেকে চার জনকে গ্রেফতার করা হয়েছে। সুত্রের খবর, মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী বাপ্পা শেখ, সাবু শেখ-সহ আরও দুই অভিযুক্ত গ্রেফতার। মোবাইল ফোনের সূত্র ধরে তাঁদের গ্রেফতার করা হয় বলে সিবিআই সূত্রে খবর। ট্রানজিট রিমান্ডে তাঁদের বাংলায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ তাঁদের রামপুরহাটে নিয়ে যাওয়া হবে।
অনুব্রত মণ্ডল এবং সিবিআই
গরুপাচার মামলায় সিবিআই তাঁকে ডেকেছে। তবে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল হাসপাতালে ভর্তি রয়েছেন। ফলে জিজ্ঞাসাবাদ করার কাজ শুরু করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আজ সিবিআই ফের তাঁকে একটি নোটিস পাঠাতে পারে।
শিক্ষানীতি বিতর্ক
কেন্দ্রীয় শিক্ষানীতির পাল্টা নিজস্ব শিক্ষানীতি তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার। শিক্ষা দফতর সূত্রের খবর, সেই নীতি নির্ধারণ করতে দশ সদস্যের একটি কমিটিও তৈরি করা হয়েছে। ফলে নতুন করে কেন্দ্র ও রাজ্য সঙ্ঘাত তৈরি হল। আজ ওই সংক্রান্ত খবরের দিকেও নজর থাকবে।
অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভায় গণইস্তফা
বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের ২৪ জন মন্ত্রী একসঙ্গে মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির কাছে পদত্যাগপত্র দিয়েছেন। যা নিয়ে বিতর্ক শুরু ওই রাজ্যের রাজনীতিতে। অনেকে বলছেন, ১৯৬৩ সালে ‘কামরাজ পরিকল্পনা’য় অনেকটা এ রকমই হয়েছিল। তবে এ ক্ষেত্রে কী হয় সে দিকে নজর থাকবে।
সিপিএমের পার্টি কংগ্রেস
কেরলের কান্নুরে শুরু হয়েছে সিপিএমের পার্টি কংগ্রেস। আজ তৃতীয় দিনে পড়ল তাদের এই আলোচনাচক্র। ফলে সেই দিকেও নজর থাকবে।
দুই কেন্দ্রের উপনির্বাচন
আর তিন দিন পরেই আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। ফলে একেবারে শেষ মুহূর্তের প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। আজ বিজেপি-র কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ প্রচার করতে পারেন আসানসোলে। দুই কেন্দ্রে প্রচার করতে পারেন তৃণমূলের ওজনদার নেতারাও। সকাল থেকেই বাড়ি বাড়ি প্রচার বেরোনোর কথা বালিগঞ্জের বাম প্রার্থীর।
পাকিস্তানের রাজনৈতিক এবং সাংবিধানিক সঙ্কট
পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ এবং ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলল সে দেশের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের শুনানির পর প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়ালের নেতৃত্বে গঠিত পাক সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। ফলে এ বার সেখানকার পরিস্থিতি কী হয় সে দিকে নজর থাকবে।
ইউক্রেনের যুদ্ধপরিস্থিতি
বুচার নাশকতা প্রকাশ্যে আসার পর থেকে আরও কোণঠাসা রাশিয়া। ব্রাসেলসে বৈঠকে বসেছিল নেটোর সদস্য দেশগুলি। তারা জানিয়েছে, রাশিয়ার উপরে আরও আর্থিক নিষেধাজ্ঞা চাপানো হবে। ফলে এই অবস্থায় ইউক্রেনের সঙ্গে তাদের যুদ্ধ পরিস্থিতি কী হয় নজর থাকবে সে দিকে।
আইপিএল
আজ আইপিএলে পঞ্জাব বনাম গুজরাতের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy