Advertisement
০৫ নভেম্বর ২০২৪

আসিফের অ্যাকাউন্ট খোলার বাধা কাটল

প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খান এবং তাঁর আত্মীয়ের একটি সংস্থার সিল করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ তুলে নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল। বৃহস্পতিবার উচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। তাই আসিফদের ওই অ্যাকাউন্ট খুলে দিতে আর কোনও বাধা রইল না।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৪ ০৩:৩৬
Share: Save:

প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খান এবং তাঁর আত্মীয়ের একটি সংস্থার সিল করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ তুলে নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল। বৃহস্পতিবার উচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। তাই আসিফদের ওই অ্যাকাউন্ট খুলে দিতে আর কোনও বাধা রইল না।

প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে আসিফদের ওই অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছিল। বিচারপতি নাদিরা পাথেরিয়া গত ২৫ সেপ্টেম্বর তা ফের খুলে দিতে বলেন। আসিফের বিরুদ্ধে যিনি ২০ কোটি টাকার প্রতারণার অভিযোগ করেছেন, সেই ওয়াহিদুল হাসান সিদ্দিকি ওই নির্দেশ প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টেরই দ্বারস্থ হন। বিচারপতি পাথেরিয়াই এ দিন তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছেন।

উত্তরপ্রদেশের বাসিন্দা ওয়াহিদুলের অভিযোগ, আসিফ কলকাতার রাজারহাটে জমি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় তাঁর কাছ থেকে ২০ কোটি টাকা নেন। কিন্তু দীর্ঘদিন পরেও তাঁকে জমি দেওয়া হয়নি। ফেরত দেওয়া হয়নি অগ্রিম নেওয়া টাকাও। জমি বা টাকা কোনওটাই না-পেয়ে গত জুলাইয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটে আসিফের বিরুদ্ধে অভিযোগ জানান ওয়াহিদুল। তার ভিত্তিতেই আসিফের বিরুদ্ধে এফআইআর দায়ের করে মামলা শুরু করে পুলিশ। বেসরকারি একটি ব্যাঙ্কের ইউ এন ব্রহ্মচারী রোড শাখায় আসিফ এবং তাঁর ভাইয়ের সংস্থার অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্ট সিল করে দেওয়ার জন্য পুলিশের তরফে ওই ব্যাঙ্কের কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছিল। তার ভিত্তিতে ব্যাঙ্ক-কর্তৃপক্ষ সেই অ্যাকাউন্ট সিলও করে দেন। তার পরে অ্যাকাউন্ট খুলতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আসিফের ভাই।

কিম্বার স্ট্রিটে আসিফদেরই সংস্থার তৈরি একটি বহুতলে জোর করে কিছু লোক ঢুকে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ব্যাপারে আঙুল উঠেছে শাসক দলের স্থানীয় কিছু নেতা-কর্মীর দিকে। রাজনৈতিক মদতে ফ্ল্যাট কব্জা করা হয়েছে বলে এ দিন আসিফের পরিবারের পক্ষ থেকে বেনিয়াপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ওই এলাকার কিছু তৃণমূলকর্মীর বক্তব্য, আসিফদের বহুতলে ফ্ল্যাট কেনার জন্য অনেকেই অগ্রিম টাকা দিয়েছিলেন। কিন্তু প্রতারণার মামলায় আসিফ গ্রেফতার হওয়ার পরে ওখানে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। ফ্ল্যাট না-পেয়ে প্রাপকেরা শেষ পর্যন্ত তৃণমূলের দ্বারস্থ হন। তাই দল তাঁদের ফ্ল্যাটে ঢুকতে সাহায্য করেছে।

পুলিশের কাছে আসিফের পরিবার এ দিন অভিযোগ করেছে, মঙ্গলবার বেশি রাতে তৃণমূলের কিছু কর্মীর নেতৃত্বে জনা চল্লিশ দুষ্কৃতী ওই বহুতলে ঢুকে শ্রমিকদের মারধর করে কয়েকটি ফ্ল্যাটের দখল নেয়। খবর পেয়ে আসিফের পরিবারের লোকজন ওই বহুতলে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ জানায়, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্য বিষয়গুলি:

asif khan tmc saradha scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE