সাধারণত বাঁ দিকে গলা থেকে কাঁধ পর্যন্ত ক্লাস্টার আকারে কাটা থাকে। একই সময়ে খুব সুন্দর ভাবে ওয়েস্টার্ন এবং এথনিক লুকের মিশেল এনে দিতে পারে এই ব্লাউজ।
এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ১৯:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
আত্মীয়ের বিয়ে হোক বা বন্ধুর বিয়ে, সাজ এমন হওয়া চাই, যা তাক লাগিয়ে দেবে সকলকে। সময় থাকতে থাকতে এই বেলা ঠিক করে ফেলুন, ঠিক কী পরবেন। পছন্দের তালিকায় রয়েছে লেহঙ্গা, কিন্তু ব্লাউজে নতুনত্ব আনতে চান? কুছ পরোয়া নেই। বেশ কিছু এক্সক্লুসিভ ডিজাইনের খোঁজ রইল এই প্রতিবেদনে।
০২১০
নানা বয়সের নারীর কাছেই লেহঙ্গা বেশ আকর্ষণীয় পোশাক। এর ব্লাউজের ডিজাইনেই কিন্তু লুকিয়ে রয়েছে আবেদনময়ী হয়ে ওঠার রহস্য। গলা এবং পিঠের কাটের পাশাপাশি, হাতার ডিজাইনও হতে হবে বেশ নজরকাড়া। আসুন দেখে নেওয়া যাক লেহঙ্গার ব্লাউজের রকমারি ডিজাইন।
০৩১০
ওয়ান শোল্ডার: এক দিক স্লিভলেস। কিন্তু অন্যটি ফুল স্লিভ। সঙ্গে ব্লাউজের গায়ে রয়েছে একটু ভারী কাজ।
০৪১০
হাফ শোল্ডার কাট: সাধারণত বাঁ দিকে গলা থেকে কাঁধ পর্যন্ত ক্লাস্টার আকারে কাটা থাকে। একই সময়ে খুব সুন্দর ভাবে ওয়েস্টার্ন এবং এথনিক লুকের মিশেল এনে দিতে পারে এই ব্লাউজ।
০৫১০
পার্ল ফ্রিংস: এই ব্লাউজের সারা গায়ে জমকালো কাজ। হাতার নীচের দিকে কয়েকটি বিডস বা অন্য রকম সাজসজ্জার উপকরণ ঝুলন্ত। একেবারে রাজকীয় লুক!
০৬১০
ফ্রন্ট কাট: গলার দিকে খানিকটা অংশ কাটা। ফলে ওড়না তার নীচ দিয়ে কাঁধের উপরে ফেলা হয়। সাজে নতুনত্ব আনতে এই ব্লাউজের জুড়ি মেলা ভার।
০৭১০
ক্রেপ পার্টি স্টাইল: খানিকটা র্যাপ টপের আকার দেওয়া হয়েছে এতে। বেশ আবেদনময়ী হয়ে উঠতে পারেন এই ব্লাউজে।
০৮১০
ডুপিন সিল্ক: একটু অন্য রকম সাজ চাইলে এই নতুন ধরনের ডিজাইনে লেহঙ্গার ব্লাউজ পরে দেখতে পারেন। এলিগ্যান্ট লুক চাইলে এই ব্লাউজ আপনার জন্য একেবারে উপযুক্ত।
০৯১০
টপ স্টাইল: নীচের দিকে ফ্রিল দেওয়া টপ আকারের ব্লাউজ। সাবেক সাজ চাইলে এই ডিজাইন অনায়াসেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে পারে।
১০১০
লেহঙ্গার সঙ্গে নজরকাড়া ডিজাইনের ব্লাউজ। সঙ্গে মানানসই কেশসজ্জা আর হালকা গয়না। ব্যস! বিয়েবাড়িতে আপনিই মধ্যমণি!