Advertisement
E-Paper

ভালবাসা ‘প্রমাণ’ করতেই হবে, প্রসবযন্ত্রণা সহ্য করার চ্যালেঞ্জ নিলেন তরুণ! কী হল তাঁর সঙ্গে?

সংবাদমাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অদ্ভুত সেই ঘটনাটি ঘটেছে চিনের হেনান প্রদেশে। ওই তরুণের প্রেমিকা তাঁর কাছে ‘ভালবাসা প্রমাণ’ করার দাবি জানান। জানান, তরুণ যদি সত্যিই তাঁকে ভালবেসে থাকেন, তা হলে যান্ত্রিক ভাবে তিন ঘণ্টা প্রসবযন্ত্রণা সহ্য করতে হবে তাঁকে।

Woman from China challenge boyfriend to prove love by taking Childbirth Simulation, what happened next

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ০৮:০৫
Share
Save

ভালবাসা ‘প্রমাণ’ করতে তরুণকে যান্ত্রিক ভাবে তিন ঘণ্টা প্রসবযন্ত্রণা সহ্য করার চ্যালেঞ্জ জানিয়েছিলেন তাঁর প্রেমিকা। তবে সেই চ্যালেঞ্জ মেনে নিয়ে বিপদে পড়লেন ওই তরুণ। তিন ঘণ্টা ধরে যান্ত্রিক উপায়ে প্রসবযন্ত্রণা সহ্য করার পর কাতরাতে কাতরাতে হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে।

সংবাদমাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অদ্ভুত সেই ঘটনাটি ঘটেছে চিনের হেনান প্রদেশে। ওই তরুণের প্রেমিকা তাঁর কাছে ‘ভালবাসা প্রমাণ’ করার দাবি জানান। জানান, তরুণ যদি সত্যিই তাঁকে ভালবেসে থাকেন, তা হলে যান্ত্রিক ভাবে তিন ঘণ্টা প্রসবযন্ত্রণা সহ্য করতে হবে তাঁকে। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন তরুণ। ভালবাসা প্রমাণ করতে উঠেপড়ে লাগেন। এর পর তাঁরা এমন এক সংস্থার দ্বারস্থ হন, যারা যান্ত্রিক উপায়ে প্রসবযন্ত্রণা উপলব্ধি করার ব্যবস্থা করে। তবে সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে গিয়ে অবস্থা কাহিল হয়ে যায় তরুণের। তিন ঘণ্টা ধরে বিদ্যুতের মাধ্যমে ওই যন্ত্রণা সহ্য করার পর অসুস্থ হয়ে যান তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়।

স্থানীয় চিনা সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে ওই তরুণ যন্ত্রণায় চিৎকার শুরু করলেও পরে গালিগালাজ করতে শুরু করেন। আরও পরে চিৎকার করে কাঁদতে থাকেন। পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর তরুণ ক্লান্ত হয়ে পড়েন। তাঁর পেটে তীব্র যন্ত্রণা শুরু হয়। নাগাড়ে বমিও করতে থাকেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এমনকি তাঁর শরীরে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। যদিও এখন তিনি সুস্থ রয়েছেন বলে খবর।

অন্য দিকে, চিনা তরুণের ওই অবস্থার জন্য সংবাদমাধ্যমের কাছে দুঃখপ্রকাশ করেছেন নামপ্রকাশে অনিচ্ছুক তাঁর প্রেমিকা। তিনি ইচ্ছা করে তাঁর প্রেমিককে বিপদের মুখে ঠেলে দেননি বলেও তাঁর দাবি। তাঁর কথায়, ‘‘আমি আমার প্রেমিককে খুব ভালবাসি। আমি শুধু চেয়েছিলাম যে, ও যেন সন্তানপ্রসবের সময়ের কষ্ট কেমন হয় তা উপলব্ধি করতে পারে।’’

Bizarre China Labour Pain Trouble

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}