রিলের নেশায় মত্ত হয়ে বিপদ ঢেকে আনলেন মহিলা। স্বামী গাড়ি চালানোর সময় তাঁর কোলে শুয়ে রিল বানানোর জন্য তাঁকে ২০ হাজার টাকার বেশি জরিমানা করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঔরিয়া জেলায়। ওই মহিলার বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োগুলি। যদিও সেই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সেই সব ভিডিয়ো কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও নিশ্চিত করা যায়নি।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মহিলা ওই ভিডিয়োগুলি বানিয়েছিলেন বুন্দেলখণ্ড জাতীয় সড়কে। সেই ভিডিয়োগুলিতে তাঁকে চলন্ত গাড়ির বনেটে বসে এবং দাঁড়িয়ে নাচতে দেখা গিয়েছে। একটি ভিডিয়োয় আবার গাড়ি চালানোর সময় স্বামীর কোলে শুয়ে থাকতেও দেখা গিয়েছে তাঁকে। সেই ভিডিয়োগুলিকে কেন্দ্র করেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োগুলি শীঘ্রই কানপুর নগর আঞ্চলিক পরিবহণ অফিসের দৃষ্টি আকর্ষণ করে। এর পরেই মহিলা এবং তাঁর স্বামীকে খুঁজে বার করে তাঁদের ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় বলে খবর। যে গাড়িতে মহিলাকে রিল বানাতে দেখা গিয়েছল সেটি তাঁর বা তাঁর স্বামীর ছিল না। গাড়ির মালিক ঔরিয়া জেলার বারামাউপুরের বাসিন্দা উপেন্দ্র সিংহ চৌহান নামে এক ব্যক্তির। তিনিও রেহাই পাননি। তাঁকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
ভাইরাল সেই সব ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘মনরাজ মিনা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। বর্তমান যুবসমাজের মধ্যে রিল তৈরির প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ। অন্য দিকে কানপুর নগর আঞ্চলিক পরিবহণ অফিসের সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘জাতীয় সড়ক সিনেমার সেট নয়। ভিডিয়োগুলিতে আমরা যা দেখেছি তা ট্র্যাফিক নিয়ম এবং জননিরাপত্তার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা।’’