অজগরকে গিলে খেল বাঘ! পরে বমিও করে দিল বেজার মুখে। এমনই এক ঘটনার সাক্ষী থাকলেন উত্তরপ্রদেশের পিলিভিত ব্যাঘ্র প্রকল্পে ঘুরতে যাওয়া এক দল পর্যটক। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিলিভিত ব্যাঘ্র প্রকল্পে জঙ্গল সাফারিতে গিয়ে একদল পর্যটক দেখেন, একটি বাঘ জঙ্গল পার হচ্ছে। জঙ্গল পেরোনোর সময় একটি মৃত অজগরকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে সে। এর পর কৌতূহলী বাঘটি গলাঃধকরণ করে অজগরটিকে। তার পরেই ঘটে বিপত্তি। সাপটিকে খাওয়ার কিছু ক্ষণ পরেই বাঘটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর পর বাঘটি মাটিতে থাকা ঘাস খেতে শুরু করে। কিছু ক্ষণ পরে বমি করে দেয় সে। সাপের দেহাবশেষও পেটের ভিতর থেকে বার করে দেয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়ো গত ১৮ এপ্রিল পোস্ট করা হয়েছে ‘এস.এস’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার সাপটির দ্রুত সুস্থতা কামনা করেছেন।
আরও পড়ুন:
ওই ঘটনা প্রসঙ্গে পিলভিত ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের এক কর্তা জানিয়েছিলেন যে, বিষয়টি বুঝতে এবং বাঘেদের নিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য চালক এবং গাইডদের একটি জরুরি সভার আয়োজন করা হয়েছিল।