পুত্রের আবদার মেটাতে শক্তিশালী কয়েকটি চুম্বক কিনে দিয়েছিলেন মা। কেরামতি দেখাতে গিয়ে তার মধ্যে দু’টি চুম্বক গিলে ফেলে কিশোর। ইংল্যান্ডে এমনই এক ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। খবরটি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে।
সমাজমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আট বছর বয়সি পুত্র জুনিয়র গ্যালনের জন্য শক্তিশালী চুম্বকের একটি সেট কিনে এনেছিলেন ইংল্যান্ডের বাসিন্দা লুইস ম্যাকফারলেন। চুম্বক হাতে পেয়েই কেরামতি শুরু করে কিশোর। দু’টি চুম্বক নিয়ে জিভের দু’পাশে আটকানোর চেষ্টা করতে থাকে। তখনই বিপত্তি বাধে। দু’টি চুম্বকই গিলে ফেলে জুনিয়র। মাকে সে কথা জানালে পুত্রকে নিয়ে হাসপাতালে দৌড়ন লুইস।
আরও পড়ুন:
হাসপাতালে পৌঁছনোর পর জুনিয়রের এক্স-রে করানো হয়। সেখানে ধরা পড়ে, চুম্বক দু’টি তার পাকস্থলীতে আটকে রয়েছে। চিকিৎসকেরা জানান, পেটে যাওয়ার সময় চুম্বক দু’টি একে অপরের সঙ্গে আটকে গিয়েছিল। যদি তা না হত, তা হলে বিপদ হতে পারত। এর পর জুনিয়রকে সারা রাত পর্যবেক্ষণে রাখা হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন, চুম্বক দু’টি যদি মলের সঙ্গে বেরিয়ে যায়, তা হলে ভাল। না হলে অন্য ব্যবস্থা করতে হতে পারে। দু’দিন পর আবার এক্স-রে হয় জুনিয়রের। তখন দেখা যায়, সেগুলি আর তার পেটের মধ্যে নেই। চিকিৎসকেরা লুইসকে আশ্বস্ত করেন যে, তাঁর সন্তানের বিপদ কেটেছে। চুম্বকগুলি স্বাভাবিক ভাবেই শরীর থেকে বেরিয়ে গিয়েছে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম ‘কেনেডি নিউজ়’কে লুইস জানিয়েছেন, চুম্বক দু’টি যদি একসঙ্গে আটকে না যেত তা হলে বড় বিপদ ঘটতে পারত। লুইস এ-ও জানিয়েছেন, তিনি এবং তাঁর স্বামী ঠিক করেছেন যে আর কোনও দিন চুম্বক বা চৌম্বকীয় কোনও পদার্থ ছেলেকে দেবেন না। বাকি বাবা-মাদেরও একই পরামর্শ দিয়েছেন তিনি। উল্লেখ্য, ঘটনাটি বেশ কয়েক মাস আগে ঘটলেও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লুইস যেখান থেকে ওই চুম্বক কিনেছিলেন, সেই ইকমার্স ওয়েবসাইটের এক প্রতিনিধি তাঁর পরিবারের সঙ্গে দেখা করে দুঃখপ্রকাশ করেন। চুম্বকগুলি বিক্রির বিজ্ঞাপন ওয়েবসাইট থেকে সরানো হয়েছে বলেও খবর।