স্কুলপড়ুয়াদের কাছ থেকে ব্যক্তিগত পরিষেবা নেওয়ার অভিযোগে সাসপেন্ড (নিলম্বিত) করা হল অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার এক সরকারি স্কুলের শিক্ষিকাকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে রাঙ্গামপেটা মণ্ডলের ভেঙ্কটপুরম গ্রামের একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ, স্কুলপ্রাঙ্গণের মধ্যে ছাত্রীদের দিয়ে নিজের গাড়ি পরিষ্কার করতে বাধ্য করেছেন ওই শিক্ষিকা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে সরকারি বিবৃতি দেন পূর্ব গোদাবরী জেলার জেলাশাসক পি প্রশান্তি। তিনি নিশ্চিত করেন যে, নিয়ম লঙ্ঘন করে পড়ুয়াদের দিয়ে ব্যক্তিগত কাজ করানোর অভিযোগে ডি সুশীলা নামে ওই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, স্কুলের বাগানে একটি সাদা রঙের গাড়ি দাঁড় করানো রয়েছে। জনা তিনেক ছাত্রী সেই গাড়িটির বনেট পরিষ্কার করছেন। সামনে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছেন ওই শিক্ষিকা। অন্ধ্রপ্রদেশের বিরোধী দল ওয়াইএসআরসিপি বিষয়টি নিয়ে সরব হয়েছে। দলের এক্স হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রীকে নিশানা করে সেই পোস্টে লেখা, ‘‘পূর্ব গোদাবরী জেলার রাঙ্গামপেটা মণ্ডলের একটি সরকারি স্কুলের এক শিক্ষকা ছাত্রীদের দিয়ে গাড়ি পরিষ্কার করিয়েছেন। সরকারি স্কুলগুলি সাত মাস ধরে সম্পূর্ণ অচল। শিক্ষকেরা পড়ুয়াদের দিয়ে শৌচাগার পরিষ্কারও করাচ্ছেন। শিক্ষামন্ত্রী নারা লোকেশ কি নতুন এই নিয়মগুলি চালু করেছেন?’’
আরও পড়ুন:
ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে সমাজমাধ্যমেও সমালোচনার শিকার হয়েছেন ওই শিক্ষিকা। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন নেটাগরিকদের একাংশ।