খাবার তৈরি করতে করতে সেই খাবারে থুতু ছেটানোর একাধিক খবর বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে। এই কাণ্ড ঘটিয়ে গ্রেফতারও হয়েছেন অনেকে। তবে সমাজমাধ্যমে এ বার এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যাকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছে। তৈরি হয়েছে বিতর্ক। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গামলা ভর্তি গুলাব জামুনের উপর স্বচ্ছ কোনও তরল ছেটানো হচ্ছে। নেটাগরিকদের একাংশের দাবি, গুলাব জামুনগুলির উপর প্রস্রাব করছেন এক ব্যক্তি। অন্য একাংশের আবার দাবি, প্রস্রাব করার কোনও প্রমাণ নেই। ভিডিয়োটি নিছকই মজার উদ্দেশ্যে ক্যামেরাবন্দি করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। কারও ভাবাবেগে আঘাত করার মনোবৃত্তিও আনন্দবাজার অনলাইনের নেই। ভিডিয়োটি ভাইরাল হওয়ার কারণেই এই প্রতিবেদন।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘরের মধ্যে এক গামলা গুলাব জামুন রাখা আছে। সেই গামলার ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। ওই ব্যক্তির কোমরের একটু নীচ থেকে কোনও একটি স্বচ্ছ তরল ছেটানো হচ্ছে ওই মিষ্টিগুলির উপর। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। শোরগোলও পড়েছে।
আরও পড়ুন:
‘মোহিত ভাই ৪৯৮৬’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে গত সপ্তাহে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। নেটাগরিকদের অনেকেই দাবি করেছেন, গুলাব জামুনের উপর প্রস্রাব করেছেন ওই ব্যক্তি। ওই ব্যক্তিকে খুঁজে বার করে তাঁর শাস্তির দাবিও তুলেছেন কেউ কেউ। আবার অনেকের মতে, ওই গুলাব জামুনে জল বা চিনির রস জাতীয় কিছু ছেটানো হয়েছে। ওই তরল কোনও ভাবেই প্রস্রাব নয়। বরং ভিডিয়োটি এমন ভাবে ক্যামেরাবন্দি করা হয়েছে, যা দেখে মনে হচ্ছে যে মিষ্টিগুলির উপর প্রস্রাব করা হচ্ছে। এই নিয়ে তরজায় জড়িয়েছেন নেটাগরিকেরা।