ছবি টুইটার।
জীবনের ওঠাপড়ায় অনেক সময়েই দমে যেতে পারে উঠে ঘুরে দাঁড়ানোর শক্তি। অনেকে সেই কঠিন সময় হাল ছেড়ে দেন, হতাশায় ডুবতে থাকেন একটু একটু করে। উঠে দাঁড়াতে হবে বুঝেও সেই বাড়তি চেষ্টা করতে মন চায় না। কারণ অনেক ক্ষেত্রেই উঠে দাঁড়ানোর জন্য যথেষ্ট অনুপ্রেরণার অভাব বোধ করেন মানুষ। তেমন দ্বিধার মুহূর্তে নিজেকে টেনে বের করার উপায় বাতলে দিল দুটি রুপোর বল।
একটি ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে দুটি বলকে দুরকম রাস্তায় গড়িয়ে দেওয়া হচ্ছে। একটি ঋজু, বাঁকহীন, মসৃণ পথ। অন্য রাস্তাটি উঁচুনিচু। বন্ধুর। তবে একই আকারের রুপোর বল দুটি সোজা রাস্তা ধরে দেরিতে গন্তব্যে ফিরছে, বন্ধুর পথে ফিরে আসছে অনেক দ্রুতগতিতে।
Proof that going through ups and downs in life wiIl heIp you get farther.. pic.twitter.com/OlpLLhHuaG
— d🦕n (@javroar) July 5, 2022
ভিডিয়োটির বিবরণে লেখা, ' প্রমাণ হল যে, জীবনের ওঠাপড়ায় আরও উন্নত হই আমরা। বন্ধুর, প্রতিকূলতা ভরা রাস্তাই আমাদের আগামী দিনে এগিয়ে যেতে, সফল হতে সাহায্য করে। সহজ চলন নয়।'
ভিডিয়োটি বহুবার দেখা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যাঁরা দেখেছেন এবং শেয়ার করেছেন তাঁদের মধ্যে অনেক বিশিষ্টও আছেন। প্রত্যেকেই জানিয়েছেন, রুপোর বল দুটি জীবনের এক গুরুত্বপূর্ন পাঠ সহজ ভাবে পড়িয়ে দিয়েছে। আপনাদের জন্যও রইলো সেই ভিডিয়ো।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy