Advertisement
০৪ জানুয়ারি ২০২৫
indian rail

রিল তৈরির নেশায় হাসতে হাসতে সিট ছিঁড়ে, কামরা ভাঙচুর যুবকের! ভিডিয়োয় ধিক্কার জানাল সমাজমাধ্যম

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে রাতে একটি ফাঁকা কামরায় উঠে কোচের ভিতরের সিটের ঢাকা টেনে টেনে ছিঁড়ে চলন্ত ট্রেনের জানলা দিয়ে ফেলে দিচ্ছেন এক যুবক।

Viral video of a man is seen tearing a seat cover inside rail coach and throwing it out of the window

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৪:৫২
Share: Save:

ট্রেনের বার্থের আচ্ছাদন টেনে টেনে ছিঁড়ছেন যুবক। কামরার নানা অংশ ভেঙে জানলা গলিয়ে ছুড়ে ফেলছেন। চলন্ত ট্রেনে উঠে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালালেন ওই যুবক। উদ্দেশ্য সমাজমাধ্যমে রিল তৈরি। সেই তাণ্ডবের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে চমকে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। হাসতে হাসতে একের পর এক রেলের সম্পত্তির ক্ষতি করে চলেছেন। ভিডিয়ো দেখে মনে হয়েছে সমাজমাধ্যমে নজর কাড়তে তিনি এই ধরনের অপরাধ করছিলেন। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ৩১ ডিসেম্বর এক্স সমাজমাধ্যমে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি প্রবল বিতর্কের জন্ম দিলেও এই নিয়ে রেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি বলেই সংবাদমাধ্যমসূত্রে খবর। ঘটনাটি কবে ও কোথায় ঘটেছে তা স্পষ্ট নয়।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতে একটি ফাঁকা কামরায় উঠে কোচের ভিতরের সিটের ঢাকা টেনে টেনে ছিঁড়ে চলন্ত ট্রেনের জানলা দিয়ে ফেলে দিচ্ছেন এক যুবক। উপরের বার্থে রাখা একটি ধাতব প্লেটের মতো অংশও ফেলে দিতে দেখা গিয়েছে ওই যুবককে। নীল সোয়েটার পরা, মাথায় টুপি ঢাকা দেওয়া সেই যুবককে হাসিমুখে ক্যামেরায় মুখ দেখিয়ে কিছু বলতেও দেখা যায়। তবে তিনি কী বলছেন তা অবশ্য শোনা যায়নি। এক্স হ্যান্ডলে ‘মি. সিন্‌হা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি পোস্ট করার পর প্রচুর মন্তব্য জমা পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। এক জন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘এঁদের জেলের গরাদের পিছনে রাখা উচিত।’’ আর এক জন লিখেছেন, “কী ভাবে মানুষ সরকারি সম্পত্তির ক্ষতি করতে পারে? রেলওয়ের সিট ছিঁড়ে ফেলা গর্হিত কাজ!”

অন্য বিষয়গুলি:

Vandalism Indian Railway Insta Reel coach India Rail
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy