শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলেন। ভক্তিভরে জল ঢালতে ঢালতেই লুটিয়ে পড়লেন প্রৌঢ়। আর উঠলেন না। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটিকে কেন্দ্র করে সমাজমাধ্যমে হইচই পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শিবমন্দিরের গর্ভগৃহে পুজো চলছে। আগত ভক্তেরা জল ঢালছেন শিবের মাথায়। কেউ প্রণাম করছেন ভক্তিভরে। এক প্রৌঢ়ও হাঁটু মুড়ে বসে শিবের মাথায় জল ঢালছিলেন। জল ঢালা শেষ হতে না হতেই তিনি লুটিয়ে পড়েন। তাঁকে ধরাধরি করে এক পাশে নিয়ে যান বাকিরা। এক জন তাঁর বুক চেপে ধরে সিপিআর দিতে থাকেন। দু’জন তাঁর পায়েও মালিশ করতে থাকেন। কিন্তু কোনও লাভ হয়নি। আর উঠতে পারেননি তিনি। পুরো ঘটনাটি মন্দিরের গর্ভগৃহে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। প্রৌঢ়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে খবর।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো ‘ম্যাগনানিমাস’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকদের অনেকে। ভিডিয়ো দেখে এক জন লিখেছেন, ‘‘হৃদয়বিদারক ঘটনা। ভগবান ভক্তকে নিজের কাছে ডেকে নিয়েছেন।’’