Advertisement
E-Paper

ইদের নমাজ সেরে ফেরার পথে পুষ্পবৃষ্টি, হিন্দু-মুসলিম সম্প্রীতির নজির জয়পুর থেকে প্রয়াগরাজে

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জয়পুরের রাস্তায় নমাজ পড়তে আসা মানুষের ঢল। নমাজ শেষে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। আর উপর থেকে তাঁদের উপর পুষ্পবৃষ্টি হচ্ছে। গোলাপের পাপ়ড়ি ছড়াচ্ছেন গেরুয়া বসনধারী হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ।

Video of Hindus showering flowers on Muslims in Jaipur in Eid celebration

ছবি: এক্স থেকে নেওয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১০:০৩
Share
Save

ইদ উপলক্ষে হিন্দু-মুসলিম সম্প্রীতির নজির দেখা গেল রাজস্থানের জয়পুরে। জয়পুরের ইদগাহে নমাজের শেষে বেরিয়ে আসার সময় মুসলিম সম্প্রদায়ের মানুষদের উপর পুষ্পবর্ষণ করতে দেখা গেল হিন্দুদের। ঐক্য ও আনন্দের সঙ্গে উৎসব উদ্‌যাপন করতে দেখা গেল উভয় গোষ্ঠীর মানুষকেই। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জয়পুরে দিল্লি রোডের ইদগাহে নমাজের শেষ হওয়ার পর নমাজ পড়তে আসা মানুষদের উপর ফুল বর্ষণ করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। বাড়ির ছাদ, বারান্দা থেকে গোলাপের পাপড়ি ছুড়ে স্বাগত জানানো হয়। একে অপরকে জড়িয়ে ধরে ইদের শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় তাঁদের। এই উদ্যোগ ‘হিন্দু মুসলিম ঐক্য কমিটি’র। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জয়পুরের রাস্তায় নমাজ পড়তে আসা মানুষের ঢল। নমাজের শেষে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। আর উপর থেকে তাঁদের উপর পুষ্পবৃষ্টি হচ্ছে। গোলাপের পাপ়ড়ি ছড়াচ্ছেন গেরুয়া বসনধারী হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ। সংবাদ সংস্থা এএনআই-এর এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে সেই ভিডিয়ো। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। মন ভাল করা ভিডিয়োটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের প্রয়াগরাজেও হিন্দু-মুসলিম সম্প্রীতির একই রকম দৃশ্য দেখা গিয়েছে বলে খবর। নমাজ পড়ার পর মসজিদ থেকে বেরিয়ে আসা মানুষদের উপর গোলাপের পাপড়ি ছুড়তে দেখা যায় হিন্দুদের। পাশাপাশি সে রাজ্যেরই হরদই জেলার সান্দি শহরে স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে ইদের মিছিলে অংশগ্রহণকারী মুসলিমদের উপর ফুল বর্ষণ করেন হিন্দুরা। একই ভাবে বারাণসী, সম্ভল এবং দিল্লির সিলামপুরেও নমাজ সেরে মসজিদ থেকে বেরিয়ে আসা মুসলিমদের ফুল দিয়ে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।

Viral Video EID 2025 Communal harmony

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}