সিবিআই অফিসার বলে মিথ্যা পরিচয় দিয়ে ফোন করে ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে এক ব্যক্তির সঙ্গে এক কোটি দু’লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধৃত ব্যক্তিকে হেফাজতে পেল কলকাতা পুলিশ। অভিযুক্তের নাম পুরুষোত্তম পাল। বৃহস্পতিবার কলকাতার সিজেএম আদালত তাকে ১৯ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে।
পুলিশ সূত্রের খবর, গত ২৩ মার্চ অসমের তিনসুকিয়া থেকে কলকাতার সাইবার ক্রাইম থানার পুলিশ ধরে পুরুষোত্তমকে। অভিযোগ, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতারণার
৩৯ লক্ষ টাকা ঢুকেছে। অসমের আদালতে পুরুষোত্তমকে ট্রানজ়িট রিমান্ডের জন্য হাজির
করা হলে আদালত তাকে জামিন দেয় এবং ২০ দিনের মধ্যে সিজেএম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। সেই মতো এ দিন পুরুষোত্তম সিজেএম আদালতে হাজির হলে তাকে পুলিশি হেফাজতে পাঠান বিচারক।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)