কখনও স্বল্পবসনা তরুণীর মেট্রোয় ওঠা, কখনও মেট্রোর ভিতরে যাত্রীদের সামনে তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও বসার জায়গা নিয়ে মারামারি— দিল্লি মেট্রোর এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে বার বার। এর জেরে বার বারই খবরের শিরোনামে এসেছে দিল্লি মেট্রো। সেই দিল্লি মেট্রোয় আবার একই রকম একটি ঘটনা ঘটল। আসনে বসা নিয়ে বাগ্বিতণ্ডায় জড়ালেন এক যুবক এবং জনা কয়েক মহিলা। ঘটনাটির একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ঘটনাটি কবে ঘটেছে, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক ব্যক্তি মহিলা যাত্রীদের সঙ্গে আসনে বসা নিয়ে তীব্র বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন। গন্তব্যে না পৌঁছোনো পর্যন্ত তিনি আসন ছাড়বেন না বলেও স্পষ্ট করে দেন। তবে মহিলাদের সঙ্গে ওই পুরুষদের ঝগড়ার কায়দায় সহযাত্রীদের মধ্যে হাসির রোল ওঠে। কেউ কেউ ওই যুবককে বোঝানোর চেষ্টা করেন। শেষমেশ যুবক এক মহিলাকে আসন ছেড়ে উঠে পড়েন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইকের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। অনেকে আবার ওই ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন।