সামনের এক পায়ের উপর পা তুলে বসেছিল বাঘ। হঠাৎ চোখমুখ কুঁচকে গেল তার। নাক সিঁটকে জোরে হাঁচি দিল সে। সারা শরীর কেঁপে উঠল বাঘটির। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘পসামপ্ল্যানেট০’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাঘ বসে বসে বেশ আরাম করছে। হঠাৎ নাক সিঁটকে খুব জোরে হাঁচি দিল সে। সামনে এক পায়ের উপর অন্য পা তুলে বসেছিল বাঘটি। কিন্তু হাঁচির জোরে সারা শরীর কেঁপে উঠল তার। পা নামিয়ে ফেলল সে।
তার পর আবার জিভ বার করে নাকের বাইরের অংশটুকু চেটে ফেলল বাঘটি। এই ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমের পাতায়। এক জন লিখেছেন, ‘‘ঘটনাটি বেশ মজাদার কিন্তু। বাঘের গর্জন শুনেছি। তবে বাঘকে হাঁচি দিতে এই প্রথম বার শুনলাম।’’ আবার এক জনের কথায়, ‘‘বাঘমামার তো ভীষণ ঠান্ডা লেগেছে দেখছি। এমন দৃশ্য যিনি ক্যামেরাবন্দি করেছেন তাঁকে ধন্যবাদ জানাই।’’