জল থেকে ডাঙায় দৌড়ে উঠে আসছিল একটি কুমির। সেখানেই ঘোরাফেরা করছিল একটি চিতাবাঘ। তার পাশে গিয়ে সবুজ ঘাসের উপর শুয়ে পড়ল কুমিরটি। জলের শিকারিকে দেখে দাঁত বার করে এগিয়ে যাচ্ছিল চিতাবাঘটি। কিছু ক্ষণ কুমিরের পাশে দাঁড়িয়ে থেকে ঘাসের উপর সে-ও শুয়ে পড়ে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এসএল.রোমিং’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি চিতাবাঘের দিকে এগিয়ে যাচ্ছে কুমির। কুমিরকে ডাঙায় উঠে আসতে দেখে তার দিকে দাঁত বার করে এগিয়ে যায় চিতাবাঘটি। চিতাবাঘের পাশে গিয়ে শুয়ে পড়ে কুমিরটি। দাঁত বার করে কুমিরের সামনেই ঘোরাফেরা করছিল চিতাবাঘটি। দেখে মনে হচ্ছিল, সুযোগ পেলেই কুমিরের সঙ্গে লড়াই শুরু করবে সে।
তার পর এক মজার কাণ্ড ঘটিয়ে ফেলল হিংস্র শ্বাপদ। কুমিরের পাশে গিয়ে সে-ও ঘাসের উপর মাথা রেখে শুয়ে পড়ল। দৃশ্যটি শ্রীলঙ্কার ইয়ালা জাতীয় উদ্যানে ক্যামেরাবন্দি করা হয়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘দুই শিকারি মুখোমুখি হয়েও যে লড়াই করল না তা দেখেই অবাক হলাম।’’