বিমান নয়, যেন বাচ্চা ছেলের হাতের লাট্টু। বন বন করে ঘোরালেই হল। বিমানকে নিয়ে মাঝ আকাশে টানা ৪৫ বার ডিগবাজি খেলেন পিতা-পুত্র। এই কীর্তি তাদের এনে দিল বিশ্ব রেকর্ডও। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল দু’জনেরই। ২০ বছরের পুরনো রেকর্ড ভাঙতে এক বাবা ও ছেলে আকাশে ১০ হাজার ফুট উপরে উড়েছিলেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ অস্ট্রেলিয়ার বাসিন্দা ডেভিড স্কাচিংস এবং তার পুত্র ম্যাক্স দুই চালকবিশিষ্ট একটি গ্লাইডার উড়িয়ে পর পর ৪৫ বার আকাশে ডিগবাজি খান। এই জুটি ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া দিবসে রেকর্ডটি করেছিলেন। সম্প্রতি সেটি মান্যতা পায় গিনেসের। গ্লাইডার নিয়ে ২৪টি ডিগবাজি খাওয়ার বিশ্বরেকর্ড ভেঙে দেন তাঁরা।
আরও পড়ুন:
১৪ বছর বয়স থেকেই গ্লাইডার ওড়াতে শুরু করেছিলেন ডেভিড। বিমান চালানোর লাইসেন্স অর্জনের পর তিনি দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশে যোগদান করেন। সেখানে তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে এক জন অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। ১২ বছর ধরে বাহিনীর হেলিকপ্টার উড়িয়েছেন। ৫০ বছরে এসে তিনি সিদ্ধান্ত নেন, এই বিশ্বরেকর্ডটি ভাঙার চেষ্টা করবেন। যেমন ভাবা তেমন কাজ। ছেলেকে নিয়ে গ্লাইডারে চড়ে বসেন তিনি। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে অষ্ট্রেলিয়া পুলিশের ফেসবুক পেজে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। এই রেকর্ডটি গড়তে পেরে তিনি বেশ খুশি। ডেভিড মনে করেন, তাঁর এই প্রচেষ্টা তরুণদের বিমান চালানোয় অনুপ্রাণিত করবে। তাঁর জীবনের সেরা মুহূর্তগুলির মধ্যে এটি ছিল অন্যতম বলে জানিয়েছেন ডেভিড।