পায়ে নেই জুতো। রয়েছে কেবল একজোড়া সাদা মোজা। শুধুমাত্র সেই মোজা পরেই দুবাই শহর চষে বেড়ালেন এক নেটপ্রভাবী তরুণ। উদ্দেশ্য, দুবাইয়ের রাস্তাঘাট ও প্রকাশ্য স্থানগুলি কতটা ময়লা তা দেখানো। রাস্তায় মোজা পরে হাঁটলে সেই মোজার রং কতটা পাল্টায়, তা দেখার জন্য একটি ভিডিয়ো করেছেন ওই যুবক। ভিডিয়োর শেষে দেখানো মোজার রং দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। সেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিশ্বের ব্যস্ততম শহরগুলির মধ্যে একটিতে স্রেফ সাদা মোজা পরে ঘুরে বেড়াচ্ছেন তরুণ সমাজমাধ্যম প্রভাবী। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী তাঁর নাম ‘জিম্বো এইচ’। মূলত টিকটকেই তিনি পরিচিত মুখ। দুবাইয়ের রাস্তা কতটা পরিষ্কার তা দেখার জন্য তিনি একটি নতুন দাগহীন সাদা মোজা পরে বেরিয়ে পড়েন। তিনি দুবাইয়ের রাস্তা, শপিং মল এবং পর্যটন কেন্দ্রগুলিতে কেবল সেই মোজা পরে ঘুরে বেড়ান।
ভিডিয়োর শুরুতে দেখা যায়, বুর্জ খলিফাকে পিছনে রেখে হাতে মোজা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তরুণ। সিঁড়িতে বসে মোজা পরে তিনি হাঁটা শুরু করেন। একে একে শপিং মলে ঘোরা, সেখানকার শৌচালয় ব্যবহার করা, পালিশ করা টাইলসের উপর দিয়ে হেঁটে যাওয়া, ফুটপাতে হেঁটে যাওয়া, এমনকি গাড়িতেও তিনি শুধু মোজা পরে উঠে বসেন। ক্যামেরা তাঁর প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে। বেশ কয়েকটি জনবহুল জায়গা ঘুরে তিনি দেখানোর চেষ্টা করেছেন, দুবাই আসলে কতটা পরিষ্কার।
আরও পড়ুন:
পরে হোটেলে ফিরে তিনি দেখেন, রাস্তায় বহু ক্ষণ হাঁটাহাঁটির পরও তাঁর মোজার নীচে সে ভাবে নোংরা লাগেনি। সাদা মোজা সাদাই রয়েছে। সেই দৃশ্যে হতবাক সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ক্লিপটি সম্প্রতি ‘লভইনদুবাই’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। এটি ৩০ হাজারের বেশি লাইক পেয়েছে। অনেকে অবশ্য ভিডিয়োর শেষে দেখানো মোজাটি সেই একই মোজা কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে আবার দুবাইয়ের পরিচ্ছন্নতা নিয়ে তরুণের সঙ্গে একমতও হয়েছেন। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘আমি এক বার জুতো ছাড়া দুবাইয়ের মলে হেঁটেছিলাম, কারণ জুতোর জন্য আমার পায়ে ব্যথা হচ্ছিল। তখন আমি বুঝেছিলাম, আমার বাড়ির চেয়ে বেশি পরিষ্কার মলের মেঝে।’’