মাত্র দিন সাতেক আগে বিয়ে হয়েছিল হরিয়ানার হিমাংশী নরওয়াল এবং বিনয় নরওয়ালের। নৌসেনার লেফটেন্যান্ট ছিলেন বিনয়। মধুচন্দ্রিমায় তাঁরা গিয়েছিলেন কাশ্মীর। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাওঁয়ে সস্ত্রীক ঘুরে বেড়াচ্ছিলেন নৌসেনার এক লেফটেন্যান্ট। হঠাৎ তাঁদের সামনে গিয়ে দাঁড়ায় জঙ্গিরা। ভাল করে কিছু বুঝে ওঠার আগেই চলে গুলি। মধুচন্দ্রিমায় তাঁদের যাওয়ার কথা ছিল ইউরোপ। কিন্তু ভিসার জটিলতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। তাই ভূস্বর্গ কাশ্মীরে গিয়েছিলেন নবদম্পতি। মারা যাওয়ার ঠিক আগেই কাশ্মীরে নিসর্গের মাঝে একটি ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন দম্পতি। এমনটাই দাবি উঠেছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
‘নিখিল সাইনি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে দাবি করা হয়েছে এটি বিনয়ের মারা যাওয়ার আগে পোস্ট করা শেষ ভিডিয়ো। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে কালো জামা ও প্যান্ট পরা এক তরুণ ও হালকা পিচরঙা পোশাক পরিহিতা তরুণী গানের সঙ্গে নাচছেন। পোস্ট করা ভিডিয়োয় এই দু’জনকে বিনয় ও তাঁর স্ত্রী হিমাংশী বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন:
ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। কয়েক জন ভিডিয়োয় দেখা তরুণকে বিনয় বলে মানতে নারাজ। তাঁদের দাবি, মারা যাওয়ার আগে বিনয় যে পোশাকটি পরেছিলেন তার সঙ্গে ভিডিয়োয় দেখা পোশাকের মিল নেই। মিল নেই স্ত্রী হিমাংশীর পোশাকে। অনেকে আবার ভিডিয়ো দেখে বিনয়ের স্ত্রীর প্রতি সমবেদনা জানিয়েছেন। ভিডিয়োটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ৮০ হাজার বার দেখা হয়েছে।