সদ্য পুত্রসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী। স্বামীর দাবি মেনে সহবাসে রাজি না হওয়ায় দুই সপ্তাহের শিশুকে বনে ফেলে রেখে এলেন বাবা। ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডে। শিশুটির বাবা মাদকাসক্ত তরুণের বিরুদ্ধে অভিযোগ তাঁর স্ত্রী সন্তান জন্ম দেওয়ার পরপরই তাঁকে যৌনমিলনে বাধা দিয়েছিলেন। সেই রাগে ওই তরুণ এই অমানবিক কাণ্ড ঘটান বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে উত্তিচাই নামের ২১ বছরের তরুণকে এই ঘটনার জেরে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ২১ মার্চের। তাঁর স্ত্রী ওরাথাই পুলিশে অভিযোগ জানাতেই পদক্ষেপ করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক সেবনেরও অভিযোগ জমা পড়েছে। উত্তিচাইয়ের স্ত্রী পুলিশকে জানিয়েছেন তিনি এক বন্ধুর বাড়ি গিয়েছিলেন। সেই সুযোগে তাঁর স্বামী সদ্যোজাত সন্তানকে একটি জঙ্গলে ফেলে দিয়ে আসেন। সেই ছবি স্ত্রীকেও পাঠিয়ে দেন উত্তিচাই। এই ঘটনায় হতবাক হয়ে যান ওরাথাই। তক্ষুনি তিনি গ্রামের প্রধানকে বিষয়টি জানান।
আরও পড়ুন:
ওরাথাই পুলিশের কাছে অভিযোগ করেন যে তাঁর স্বামী মাদকাসক্ত এবং জুয়াড়ি। স্ত্রী ও এক বছরের আরও একটি সন্তানের উপর ক্রমাগত নির্যাতন চালাতেন উত্তিচাই। সন্তান জন্ম দেওয়ার পর এত তাড়াতাড়ি তরুণী যৌন সম্পর্ক স্থাপন করতে রাজি ছিলেন না বলে দম্পতির মধ্যে ঝগড়া হয়। উত্তিচাই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি কেবল একটি ছবি তোলার জন্য তাঁর ঘুমন্ত ছেলেকে কলাবাগানে রেখেছিলেন এবং তাকে ফেলে দেওয়ার কোনও চেষ্টাই করেননি বলে দাবি তুলেছেন তরুণ। পুলিশ যুবকের স্ত্রীর দাবি অনুযায়ী তাঁর শারীরিক পরীক্ষাও করে। সেই পরীক্ষায় ধরা পড়েছে তরুণ মাদক সেবন করেন।