কাচের দেওয়াল দিয়ে ঘেরা খাঁচার মধ্যে মায়ের সঙ্গে বন্দি রয়েছে একটি গোরিলা শাবক। তবে তার মন অন্য দিকে। চিড়িয়াখানার দর্শনার্থীদের দেখে আপন মনে জিভ বার করে মুখ ভেঙিয়ে চলেছে সে। শুধু তা-ই নয়, বলের উপর চেপে বসে কসরত করতেও দেখা গেল বাচ্চা গোরিলাটিকে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘রাইনো_ওলি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চিড়িয়াখানার দর্শনার্থীদের দেখে জিভ বার করে নানা রকমের অঙ্গভঙ্গি করছে একটি গোরিলা শাবক। খাঁচার ভিতর শাবকটির সঙ্গে রয়েছে তার মাও। তবে সন্তানের দিকে খেয়াল নেই মা গোরিলার।
খাঁচার একেবারে ধারে বসে রয়েছে গোরিলা শাবকটি। চার পা তুলে জিভ বার করে দর্শনার্থীদের দিকে তাকিয়ে রয়েছে সে। একটি হলুদ রঙের বলের উপর চেপে বসেছে গোরিলা শাবকটি। কাচে হাত-পা ঘষতে ঘষতে বল থেকে ধপাস করে পড়েও যায় সে। এই ঘটনাটি প্রেগের চিড়িয়াখানায় ঘটেছে। ভিডিয়োটি দেখে হাসির রোল ওঠে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লেখেন, ‘‘গোরিলা তো মহা আনন্দে রয়েছে। খাঁচায় বসে মনের সুখে খেলাধুলা করছে সে।’’