মেলার মজা উপভোগ করতে নাগরদোলায় উঠেছিলেন এক যুবক। কিন্তু নাগরদোলার রোমাঞ্চ উপভোগ করতে গিয়ে প্রাণসংশয় হল তরুণের। অসমের লামডিঙের একটি মেলার ভয়ঙ্কর সেই দুর্ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। উঁচু একটি জয় রাইড থেকে পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়েছেন তিনি। সেই ভয়াবহ দুর্ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
গত ৪ এপ্রিল ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি। সংবাদমাধ্যমে বলা হয়েছে, আহত যুবকের নাম বুবু মালাকার। নাগরদোলার সেফটি বেল্টটি ত্রুটিপূর্ণ থাকায় তিনি চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়েন বলে অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, জয় রাইডটি দ্রুত গতিতে চলছিল। ওই তরুণ বসার আসনের সারির ধারে বসেছিলেন। জয় রাইডটি পাল্টি খেয়ে ঘুরছিল। সেই সময় তরুণের সেফটি বেল্টটি ছিঁড়ে যায়। ছিটকে দূরে পড়ে যান বুবু। পড়ে যেতেই মেলায় থাকা লোক জন সাহায্যের জন্য ছুটে যান। তরুণকে প্রথমে লামডিং রেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর তাঁকে হোজাই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। পরে চিকিৎসক জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি বেঁচে আছেন।
এই ঘটনার ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘দ্যহোয়াটআপ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সেটি সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। মেলার নিরাপত্তা ব্যবস্থা ও জয় রাইডটির সুরক্ষা সংক্রান্ত অবহেলা নিয়ে নেটাগরিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। তদন্ত করছে পুলিশও।