Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Vande Metro

ন্যূনতম ভাড়া ৩০ টাকা, নাম বদলাল সেই বন্দে মেট্রোর! কী হল নয়া নাম?

বন্দে মেট্রোর ন্যূনতম ভাড়া ৩০ টাকা। ভুজ থেকে আমদাবাদ পর্যন্ত গেলে খরচ হবে ৪৩০ টাকা। নিত্যযাত্রীদের জন্য সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক টিকিটের ব্যবস্থা থাকছে।

— প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৫
Share: Save:

বহুপ্রত্যাশিত বন্দে মেট্রোর আনুষ্ঠানিক নামকরণ করল রেল। ভারতীয় রেল এই মেট্রো পরিষেবার নাম দিয়েছে, ‘নমো ভারত র‍্যাপিড রেল’। মঙ্গলবার ৭৪ পেরিয়ে ৭৫-এ পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এক দিন আগেই নিজের রাজ্য গুজরাতে দেশের প্রথম ‘নমো ভারত র‌্যাপিড রেল’ পরিষেবার উদ্বোধন করলেন তিনি।

‘নমো ভারত র‌্যাপিড রেল’ গুজরাতের কচ্ছ জেলায় অবস্থিত ভুজকে রাজ্যের অন্যতম বৃহৎ শহর আমদাবাদের সঙ্গে যুক্ত করবে। কয়েক ঘণ্টার মধ্যে ৩৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই মেট্রো। ‘নমো ভারত র‌্যাপিড রেল’ ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। ভুজ থেকে যাত্রা শুরু করে আঞ্জার, গান্ধীধাম, ভাচাউ, সামাখিয়ালি, হালভাদ, ধ্রাংধরা, ভিরামগাম, চাঁদলোদিয়া, সাবরমতি হয়ে আমদাবাদের কালুপুরে পৌঁছবে। ট্রেনটি ভোর ৫টা বেজে ৫ মিনিটে ভুজ ছেড়ে আমদাবাদের দিকে রওনা দেবে। আমদাবাদ পৌঁছবে ১০টা ৫০ মিনিটে। আমদাবাদ থেকে ট্রেনটি আবার বিকাল সাড়ে ৫টায় ছাড়বে। ভুজ পৌঁছবে ১১টা ২০ মিনিটে। সপ্তাহে ছ’দিন চলবে এই মেট্রো। শনিবার ভুজগামী ট্রেন এবং রবিবার আমদাবাদগামী ট্রেন বন্ধ থাকবে।

‘নমো ভারত র‌্যাপিড রেল’-এ সর্বাধিক ২,০৫৮ জন যাত্রী সওয়ার হতে পারবেন। এর মধ্যে বসার ব্যবস্থা থাকছে ১,১৫০ যাত্রীর। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রোটি আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত। উভয় প্রান্তে স্বয়ংক্রিয় দরজা থাকছে। অতিরিক্ত আরামের জন্য কামরায় রয়েছে কুশনযুক্ত সোফা।

বন্দে মেট্রোর ন্যূনতম ভাড়া ৩০ টাকা। ভুজ থেকে আমদাবাদ পর্যন্ত গেলে খরচ হবে ৪৩০ টাকা। নিত্যযাত্রীদের জন্য সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক টিকিটের ব্যবস্থা থাকছে।

অন্য বিষয়গুলি:

Vande Metro Namo Bharat Rapid Rail
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy