দেখে মনে পড়ে যেতে পারে নোকিয়ার মোবাইলে থাকা সেই পুরনো গেমটির কথা। ছবি: সংগৃহীত।
ইটের দেওয়ালের খাঁজ বেয়ে উপরে উঠছে একটি লাল-সাদা-কালো ডোরাকাটা বড়সড় সাপ। মসৃণ গতিতে তরতরিয়ে এগোচ্ছে সেটি। দেখে মনে পড়ে যেতে পারে নোকিয়ার মোবাইলে থাকা সেই পুরনো গেমটির কথা। মঙ্গলবার আমেরিকার ন্যাশনাল পার্ক সার্ভিসের টুইটার হ্যান্ডলে ওই সাপটির দেওয়াল পেরোনোর ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যা নিয়ে বেশ হইচই হচ্ছে সমাজমাধ্যমে।
মোটে ২৪ সেকেন্ডের ভিডিয়ো। ইতিমধ্যেই সেটি দেখে ফেলেছেন প্রায় ৮৪ লক্ষ টুইটার ব্যবহারকারী। ভিডিয়োটি মনে ধরেছে তিন হাজারেরও বেশি জনের। সংক্ষিপ্ত ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েক ফুটের ওই সাপটি সিমেন্টহীন দেওয়ালের ইটের খাঁজের মধ্যে দিয়ে উপরের দিকে এগিয়ে যাচ্ছে।
আমেরিকার যাবতীয় সমস্ত জাতীয় উদ্যান-সহ বেশির ভাগ স্মৃতিসৌধের দেখাশোনাকারী ওই সংস্থাটি টুইটে জানিয়েছে, সাপটির বৈজ্ঞানিক নাম ল্যাম্প্রোপেলটি পাইরোমেলানা। যা বেশি পরিচিত সোনোরান মাউন্টেন কিংস্নেক নামে। পর্বতারোহীদের দক্ষতায় সাপটি যেন পাহাড়ে চড়ছে। এ ক্ষেত্রে অবশ্য অ্যারিজ়োনার ‘কলোরাডো ন্যাশনাল মেমোরিয়াল’-এর দেওয়াল বেয়ে উঠছিল সেটি।
If it runs into itself, game over.
— National Park Service (@NatlParkService) October 3, 2022
This Sonoran Mountain kingsnake (Lampropeltis pyromelana) shows off its climbing (and #snake game) skills on the walls of the visitor center Coronado National Memorial in Arizona. Slow down! 🐍 pic.twitter.com/En4oOpWMUG
নোকিয়ার সেই পুরনো দিনের মোবাইলেও এ ধরনের একটি সাপের গেম থাকত। মোবাইলের বোতাম টিপে সেই সাপের খেলায় মেতে থাকতেন অনেকে। আমেরিকার ওই সংস্থাটির দাবি, এই সাপটির ‘এক ছোবলেই ছবি’ হয়ে পারেন। তবে অনেকের পাল্টা দাবি, এই সাপটি বিষাক্ত নয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy