সমুদ্রের ধারে ঘর তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে একটি ছোট কাঁকড়া। বালির তলায় গর্ত খুঁড়ে ঢুকে পড়েছে সে। তার পর দাঁড় দিয়ে বালির দলা পাকিয়ে উপরের দিকে তুলে দিচ্ছে কাঁকড়াটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এনওয়াইসিটি.ফোটোজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বালির গর্ত খুঁড়ে নিজের বাড়ি তৈরি করছে কাঁকড়া। গর্তের তলা থেকে বালি তুলে দাঁড় দিয়ে তা দলা পাকাচ্ছে সে। দেওয়াল তৈরির সময় যেমন একের পর এক ইঁট গেঁথে দেওয়া হয়, তেমন ভাবেই বালির দলাগুলি পর পর রেখে চলেছে কাঁকড়াটি।
‘ইগুলু’র মতো নকশা করে বাড়ি বানিয়ে ফেলল সে। মাথার উপর ছাদটিও বালির শেষ দলাটুকু বসিয়ে বন্ধ করে দিল কাঁকড়াটি। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে এই বিশেষ প্রজাতির কাঁকড়াটির নাম স্যান্ড ক্র্যাব। প্রাণীবিদদের অধিকাংশের দাবি, এই প্রজাতির কাঁকড়া বালির ভিতর সাধারণত চার ফুট গভীর এবং ১-২ ইঞ্চি চওড়া গর্ত তৈরি করতে পারে। ছ’সপ্তাহ পর্যন্ত তারা কোনও বদ্ধ জায়গায় থাকতে পারে।