বিলাসবহুল জাহাজে চেপে সমুদ্র ভ্রমণে বেরিয়েছিলেন পর্যটকেরা। কিন্তু নাবিকের কড়া নির্দেশ, ‘‘কেবিন থেকে কোনও মতেই বার হবেন না। সামনে ভয়ানক বিপদ।’’ কিছু ক্ষণ পরেই জাহাজ দুলতে শুরু করল। যে কোনও মুহূর্তে সমুদ্রের তলায় ডুবে যেতে পারে ভেবে ভয়ও পেয়ে গিয়েছিলেন পর্যটকেরা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লেসসিঅ্যানিমার্ফি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিলাসবহুল জাহাজের গায়ে সমুদ্রের বিশাল ঢেউ আছড়ে পড়ছে। জাহাজের যাত্রীরা কেউ টাল সামলাতে পারছেন না। অধিকাংশ যাত্রী কোনও অবলম্বনের আশ্রয় নিয়েছেন। কেউ কেউ আবার পড়েও যাচ্ছেন। জাহাজের কাচে আছড়ে পড়ছে ঢেউ। সকলেই চিৎকার করছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি ড্রেক প্যাসেজে ঘটেছে।
আর্জেন্টিনা এবং আন্টার্কটিকার মধ্যবর্তী এই প্যাসেজে সমুদ্র সব সময় উত্তাল থাকে। ৪০ ফুট পর্যন্ত ঢেউ উঠতে পারে সেখানে। এই উত্তাল সমুদ্রের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পর্যটকদের জন্য বিলাসবহুল জাহাজের ব্যবস্থা থাকে। তবে সেই জাহাজ নির্মাণে এমন প্রযুক্তির ব্যবহার করা হয়েছে যে, কোনও ভাবেই তা ক্ষতিগ্রস্ত হবে না। জাহাজের ভিতর থেকে সমুদ্র ভ্রমণের এই দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন বহু পর্যটক। সমাজমাধ্যমে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়লে নেটাগরিকদের একাংশ আশঙ্কা প্রকাশ করেন। তাঁদের দাবি, এমন পরিস্থিতিতে তাঁরা সত্যিই ভীষণ ভয় পেয়ে যেতেন।