Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Viral Video

রাজার দিকে কাদা ছুড়লেন বন্যাবিধ্বস্ত শহরের বাসিন্দারা, বাঁচতে ছাতার আশ্রয়ে প্রধানমন্ত্রী!

রাজা-রানি এবং প্রধানমন্ত্রীকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। বড় ছাতা দিয়ে ঢেকে রক্ষা করার চেষ্টা করেন তাঁদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাওয়ায় গাড়িতে চেপে সেখান থেকে চলে যান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো।

ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১২:১৫
Share: Save:

বন্যায় ভেসে গিয়েছে স্পেনের বহু শহর, গ্রাম। দু’দিন ধরে নাগাড়ে চলেছে বৃষ্টি। এখনও পর্যন্ত প্রাণহানি হয়েছে শতাধিক মানুষের। রবিবার বন্যাবিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এবং তাঁর স্ত্রী লেটিজ়িয়া। রাজা-রানির সঙ্গে ছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ়। স্পেনের ভ্যালেন্সিয়ায় গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতে যেতেই ‘খুনি খুনি’ বলে চিৎকার করে ওঠেন সকলে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, কেউ কেউ তাঁদের দিকে কাদা ছুড়েও মারতে শুরু করেন। সমাজমাধ্যমে এমনই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

সঙ্গে সঙ্গে রাজা-রানি এবং প্রধানমন্ত্রীকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। বড় ছাতা দিয়ে ঢেকে রক্ষা করার চেষ্টা করেন তাঁদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাওয়ায় গাড়িতে চেপে সেখান থেকে চলে যান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো। তাঁর গাড়ি লক্ষ্য করে কেউ কেউ পাথর ছুড়েও মারেন। কিন্তু সেই পরিস্থিতিতেও ভ্যালেন্সিয়ায় কিছু ক্ষণ থাকেন ষষ্ঠ ফিলিপ এবং লেটিজ়িয়া।

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, শুধু কাদা নয়, ভারী কিছু ছুড়েও মেরেছিলেন সেখানকার ক্ষুব্ধ বাসিন্দারা। রাজা-রানিকে নিরাপদে রাখার চেষ্টায় সেই সময় আহত হন দুই নিরাপত্তারক্ষী। চোখে-মুখে, পোশাকে কাদা লেগে থাকার পরেও সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন রানি লেটিজ়িয়া। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে।

অন্য বিষয়গুলি:

Viral Video Prime Minister Spain Flood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE